মা MAA Lyrics in Bengali : Arijit Singh Gotro (2019)

MAA Lyrics by Arijit Singh

MAA Lyrics in Bengali. মা song from Gotro (2019). It stars Nigel Akkara, Manali Dey, Anashua Majumdar and Others . Singer of MAA is Arijit Singh. MAA Lyrics are written by Anindya Chatterjee. Music is given by Anindya Chattopadhyay.

MAA Lyrics from Gotro (2019)

Movie / Album :  Gotro (2019)
Song Name :  MAA
গান :  মা
Singer(s) :  Arijit Singh
Tune / Music :  Anindya Chattopadhyay
Lyricist :  Anindya Chatterjee
Music Label :  Times Music Bangla
Star Cast :  Nigel Akkara, Manali Dey, Anashua Majumdar, Badsha Mitra, Kharaj Mukherjee, Ambarsish Bhattacharjee
Release On :  2019-08-02

MAA Lyrics in Bengali :

তুমি নরম ফুলের গান
তুমি গরম ভাতের ভাপ
তুমি অভিমানের চুপ
তুমি কান্না জমা মুখ
তুমি নরম ফুলের গান
তুমি গরম ভাতের ভাপ
তুমি অভিমানের চুপ
তুমি কান্না জমা মুখ
আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি, মা
আমি তোমার চোখের তারায় বাঁচি, মা
আমি তোমার মায়ায় মায়ায় থাকি, মা
আমি তোমায় হাওয়ায় আবার ডাকি, মা
আমি তোমায় ভালোবাসায় মুড়ে রাখি, মা
নেই কোনো মাটির ঘরের কোণ
গোধূলির শাঁখের আওয়াজ
কাজল লতার আলো টিপ
চাদর বিছিয়ে দেওয়া ভোর
আমি ভালোবাসায় তোমায় মুড়ে রাখি, মা
আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি, মা
আমি তোমার চোখের তারায় বাঁচি, মা
আমি তোমার মায়ায় মায়ায় থাকি, মা
আমি তোমায় হাওয়ায় আবার ডাকি, মা
তুমি মনের ভেতর মন
তুমি পাখির চোখের ঘর
তুমি জ্বরের ঘোরের উম
তুমি ভোরের ঘুমের হাত
তুমি মনের ভেতর মন
তুমি পাখির চোখের ঘর
তুমি জ্বরের ঘোরের উম
তুমি ভোরের ঘুমের হাত
আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি, মা
আমি তোমার চোখের তারায় বাঁচি, মা
আমি তোমার মায়ায় মায়ায় থাকি, মা
আমি তোমায় হাওয়ায় আবার ডাকি, মা
আমি তোমায় ভালোবাসায় মুড়ে রাখি, মা

MAA Lyrics in English :

Tumi norom phool er gaan
Tumi gorom vaat er vaap
Tumi obhimaner choop
Tumi kanna joma moam
Ami tomar chayay chayay thaki maa
Ami tomar chokher taray banchi maa
Ami tomar mayay mayay thaki maa
Ami tomay haway abar daki maa
Ami tomay valobashay mure rakhi maa

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url