Anupam Roy Biography in Bengali - অনুপম রায় এর জীবনী

Anupam Roy Biography in Bengali - অনুপম রায়ের জীবনী

Anupam Roy Biography in Bengali

'আমাকে আমার মত থাকতে দাও' এই গান দর্শক মহলে এতটাই সারা ফেলে দিয়েছিল যে, শহর জুড়ে বাজছে এই গান। এই গান যিনি গেয়েছিলেন তাঁর গলা এতটাই মধুর একবার শুনলে ভোলা যায়না‌। কার নাম বলছি নিশ্চয় বুঝতে পারছেন তিনি হলেন, অনুপম রায়।


অনুপম রায়ের জীবনী

  • নাম: অনুপম রায়
  • জন্ম১৯৮২, ২৯ মার্চ
  • বয়স৪০ (২০২২ অনুযায়ী)
  • স্কুলএস টি পালস্ বোর্ডিং অ্যান্ড ডে স্কুল (খিদিরপুর),
  • কলেজ: এম পি বিড়লা ফাউন্ডেশান (বেহালা), যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার।
  • মামধুরিতা
  • পেশা: সুরকার, গীতিকার, গায়ক।
  • প্রিয় ব‍্যান্ড: চন্দ্রবিন্দু।
  • দাম্পত‍্য সঙ্গী: পিয়া চক্রবর্তী।
  • বিবাহের দিন ডিসেম্বর ২০১৫
  • প্রিয় খাবার: ডাল মাখানি।
  • প্রিয় অভিনেতাটাইগার শরীফ, রণবীর সিং
  • প্রিয় অভিনেত্রী: প্রিয়াঙ্কা চোপড়া।
  • প্রিয় গায়ক গায়িকাঅরিজিৎ সিং, নেহা কক্কর
  • তাঁর জীবনী বইঅনুপমকথা অন্যান্য (কারিগরি প্রকাশন) 


জন্ম - Anupam Roy Birthday

১৯৮২ সালের ২৯ শে মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন।

পড়াশোনা - Study

তাঁর প্রাথমিক স্কুল ছিল এস টি পালস্ বোর্ডিং অ্যান্ড ডে স্কুল (খিদিরপুর)‌। এখানে তিনি ১০ বছর পড়াশোনা করেন। এরপর শুরু হয় কলেজ জীবন। এম পি বিড়লা ফাউন্ডেশান (বেহালা) থেকে তিনি স্নাতক হন। যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এ ইঞ্জিনিয়ারিং পাস করেন। যাদবপুর বিশ্ববিদ‍্যালয় থেকে ২০০৪ সালে গোল্ড মেডেল পান।

কর্মজীবন ও সঙ্গীতজীবন - Musical Journey Of Anumpam Roy

তাঁর মা মধুরিমা রায় একজন গায়িকা ছিলেন। তাঁর মায়ের কাছেই তাঁর গানের হাতেখড়ি হয়। ২০০৪ এ ব‍্যাঙ্গালোর পাড়ি দেন। সেখানে টেক্সাস এ এনালগ সার্কিট ডিজাইনার হিসাবে কাজ করেন। ২০০৪ থেকে ২০১২ পর্যন্ত সেখানে কাজ করেন।চাকরির পাশাপাশি গানকে ভালোবেসে শুরু করলেন গান লিখতে‌ । ২০১০ সালে অটোগ্রাফ চলচ্চিত্রে গান বানালেন‌ । 'আমাকে আমার মত থাকতে দাও' একে বারে সুপার ডুপার হিট।

এরপর আর তাঁকে ফিরে তাকাতে হয়নি। একে একে শুরু হয় গান লেখা। লিখলেন এবং সুর করলেন 'বেঁচে কথার গান'। এই গানটি গেয়েছিলেন রূপম ইসলাম। এই গান গুলো এতটাই জনপ্রিয়তা পায় যে, তিনি চাকরি ছেড়ে দেন। গানেই ধ্যান দিতে লাগলেন, গানেই মগ্ন হলেন। 

তবে তিনি ১৩-১৪ বছর বয়স থেকেই গান লেখা শুরু করেন। এক সাক্ষাকারে তিনি জানান ' আমাকে আমার মত থাকতে দাও' এই গানটির সংখ্যা দেড়শো। এই গানটি যখন লেখেন, তাঁর বয়স, ছিল ২৭। তাহলে তার আগে তিনি আরও গান লিখেছেন। 

২০১১ সালে 'চলো পাল্টাই' ছবিতে মিউজিক ডিরেক্টর এর কাজ করেন। এরপর একে একে বাইশেশ্রাবণ, চতুষ্কোণ বিভিন্ন ছবিতে মিউজিক ডিরেক্টর এর কাজ করেন। এই সব সিনেমার গান খুব হিট হয়, আর তাঁকে ফিরে তাকাতে হয়নি। এভাবেই শুরু হয়, শূন‍্য অঙ্ক, বেডরুম, জানি দেখা হবে, ল‍্যাপটপ, বেলাশেষে প্রাক্তন। ২০১৫ সালে পিকু সিনেমা দিয়ে তাঁর বলিউডে অভিষেক ঘটে। এরপর একে একে পিঙ্ক, মায়া, বদলা,  অক্টোবর ছবিতে তিনি মিউজিক ডিরেক্টর এর কাজ করেন। 

তাঁর লেখা গানের বিশেষত্ব হল, তাঁর গানে সবজির নাম আবশ্যক। যেমন :- আলুর খোসা, কড়াইশুটি ইত্যাদি। তিনি তাঁর গানে ডাল ভাত মাখা ছাপোষা জীবনকে ফুটিয়ে তুলেছেন। 

তাঁর প্রতিটি গান লেখার পিছনে একটা বিশেষত্ব আছে। চতুষ্কোণ সিনেমার 'বসন্ত এসে গেছে' এই গানটি লেখার পিছনে কারণ হল, তাঁর আর পিয়ার প্রথম আলাপ হয় বসন্তে, প্রেম জীবনের প্রথম আলাপ নিয়ে লেখেন এই গানটি।

"উমা " ছবির 'উড়ে যাক' গানটি ব্যাঙ্গালোরে থাকাকালীন লিখেছিলেন। তিনি তখন ব্যাঙ্গালোর থাকতেন, কিন্তু তাঁর মন কেমন কলকাতার জন্য, তাঁর স্ত্রী পিয়ার জন্য। তাই সেই উদ্দেশ্যে এই গান লিখেছিলেন। এই গানে শ্বেতপাথরের রাত বলতে, ভিক্টোরিয়া মেমোরিয়াল কে তিনি বুঝিয়েছেন। 

এরপর তাঁর একক ব‍্যান্ড প্রকাশিত হয়। সেগুলি হল দূরবীনে "চোখ রাখবো না",  "দ্বিতীয় পুরুষ", " বাক্যবাগীশ ",  " এবার মরলে গাছ হবো"।

অনুপম রয়ের একটি ব্যান্ড আছে, তার নাম ' দ্য অনুপম রয় ব্যান্ড'। তিনি এই ব্যান্ডের সাথে লাইভ পারফরম্যান্স করেন। তাঁর স্টেজ পারফর্ম সবাইকে ছাপিয়ে যায়‌। 

তিনি অভিনয় করেছেন জাতিস্মর, প্রাক্তন, অমর্ত্য (শর্টফিল্ম) । 
২০০৯ ও ২০১০ সালে তিনি লিখেছেন এবং ডিরেক্টর হিসাবে কাজ করেছেন দুটি শর্টফিল্মে। সেগুলো হল, ট্রাই বেকার (২০০৯), মাইট রেডিও(২০১০)। 
২০১৩ সালে অনুপম রায়ের প্রথম ইংলিশ অ্যালবাম সেকেন্ড সেক্স প্রকাশ  পায়। 

ব‍্যক্তিগত জীবন - Personal Life, Wife Name

২০১৫ সালের ৬ ই ডিসেম্বর পিয়া চক্রবর্তীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মাত্র ছয় বছর এই সম্পর্কটা টিকে যায়। ২০২১ এ তাঁর বিবাহ বিচ্ছেদ হয়।

পুরষ্কার সম্মাননা - Awards

পিকু চলচ্চিত্রের আবহ সঙ্গীতের জন্য  ২০১৫ সালে "ফিল্ম ফেয়ার এওয়ার্ড" পান । 
তুমি যাকে ভালোবাসো এই গানের জন্য ২০১৬  সালে ভারতের ৬৪ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। 


List of Songs of Anupam Roy from Bengali Movies

যেসব চলচ্চিত্রে  গান লিখেছেন এবং গেয়েছেন,  সেগুলি হল -
  • সাহেব বিবি গোলাম(২০১৫)
  • কাঠমান্ডু(২০১৫)
  • পিকু(২০১৪)
  • চতুস্কোন(২০১৪)
  • হাই ওয়ে(২০১৪)
  • মিশর রহস‍্য(২০১৩)
  • শূন‍্য অঙ্ক(২০১৩)
  • চোরাবালি(২০১২)
  • হেমলক সোসাইটি(২০১২)
  • বেডরুম(২০১১)
  • জানি দেখা হবে(২০১১)
  • বাইশে শ্রাবণ (২০১১)
  • চলো পাল্টাই (২০১১)
  • অটোগ্রাফ(২০১০)

অ্যালবাম - Albums

  • দ্বিতীয় পুরুষ
  • দূরবীনে চোখ রাখবো না
  • এবার মরলে গাছ হবো
  • বাক্যবাগীশ
  • পুতুল আমি


Anupam Roy FAQs - প্রশ্নত্তোর


প্রশ্নঃ অনুপম রায় কে?

উত্তরঃ অনুপম রায় হলেন একজন ভারতীয় বাঙালি গায়ক, সুরকার, কবি, লেখক, নেপথ্য গায়ক ও গীতিকার।

প্রশ্নঃ অনুপম রায়ের জন্মদিন কবে?

উত্তরঃ ১৯৮২ সালের ২৯ সে মার্চ (কোলকাতা)

প্রশ্নঃ অনুপম রায়ের স্ত্রীর নাম কি?

উত্তরঃ পিয়া চক্রবর্তী (২০২১ এ বিবাহ বিচ্ছেদ)

প্রশ্নঃ অনুপম রায়ের গাওয়া প্রথম গানের নাম কি?

উত্তরঃ আমাকে আমার মতো থাকতে দাও
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url