কিছু কিছু কথা Kichhu Kichhu Kotha Lyrics - Arijit Singh | Kaushiki | Lorai
Kichhu Kichhu Kotha Lyrics by Arijit Singh and Kaushiki Chakraborty from Lorai
Kichhu Kichhu Kotha Lyrics in Bengali is Written by Prosen. The Song is sung by Arijit Singh and Kaushiki Chakraborty from the Bengali Film Lorai. Music Composed by Indraadip Dasgupta. Directed by Parambrata Chatterjee. Produced by Green Touch Entertainment (Shyam Sundar Dey).
Title: Kichhu Kichhu Kotha Lyrical | Arijit Singh | Kaushiki | Lorai
Song Credits:
Title: Kichhu Kichhu Kotha
Movie: Lorai (2014)
Artist: Arijit Singh, Kaushiki Chakraborty
Music Director: Indraadip Dasgupta
Lyrics: Prosen
Starring: Prosenjit Chatterjee, Indrasish, Payel Sarkar, Kharaj M, Kanchan Mullick
Director: Parambrata Chatterjee
Audio Label: Asha Audio
Kichhu Kichhu Kotha Lyrics in Bengali:
কিছু কিছু কথা বসে আছে ভিজে
মিছি মিছি ব্যাথা হয় নিজে নিজে
ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে
মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে
আকাশ যখন গাইবে বলে...
আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান
বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান,
অভিমান...
আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর
বাতাস তখন নীরব চিঠি পাঠায় বহুদূর,
বহুদূর...
কিছু কিছু ধুলো জমে আছে কাঁচে
ডাকনাম গুলো ভীষণই ছোয়াঁচে
মরে যাওয়া জমি ভিজে গেলে জলে
চারাগাছ গুলো কত কি যে বলে
তোমার এমনি আসা, এমনি যাওয়া,
এমনি হাজার ছল, সাজিয়েছ যেন
তোমার এমনি খেলা, খেয়াল খুশি,
করছে কোলাহল, থামেনি এখনো
চুপি চুপি দেয়াল জুড়ে, আঁকছি কতো
মন কেমনের খাতা
চুপি চুপি জানতে গেলাম নিরুদ্দেশে
মায়ার চাদর পাতা...
আ... কিছু কিছু কথা বসে আছে ভিজে
মিছি মিছি ব্যাথা হয় নিজে নিজে
ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে
মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে
আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান
বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান,
অভিমান...
আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর
বাতাস তখন নীরব চিঠি পাঠায় বহুদূর,
বহুদূর...
কিছু কিছু কথা লিরিক্স:
Kichu kichu kotha bose achhe bhije
Michhi michhi byatha hoy nije nije
Jhore jawa pata jure bose daale
Meghe meghe kotha shone se arale
Akash jakhon gaaibe bole badoleri gaan
Batash takhon boite giyeo
dekhay abhiman, abhiman...
Akash jakhon phirti pothe
mon kharaper sur
Batash takhon nirob chithi
pathay bohudur, bohudur...
Kichhu kichhu dhulo jome achhe kanche
Daknam gulo bhison-e choyanche
Morey jawa jomi bhije gele jole
Charagach gulo kato ki je bole
Tomar emni asa, emni jawa,
Emni hazar chhol, sajiyechho jeno
Tomar emni khela, kheyal khushi,
Korle kolahol, thameni ekhono
Chupi chupi dewal jurey, ankchi koto
Mon kemoner khata
Chupi chupi jante gelam niruddeshe
Mayar chador pata
Kichhu Kichhu Kotha - Lorai (2014) Song Information:
কিছু কিছু কথা গানটি লড়াই সিনেমার গান। এই গানটি গেয়েছেন অরিজিৎ সিং এবং কৌশিকী চক্রবর্তী। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাসগুপ্ত। লিরিক্স লিখেছেন প্রসেন। অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, গার্গী রায়, ইন্দ্রাশিষ রায় এবং পায়েল সরকার।