Nachiketa Chakraborty Biography in Bengali - নচিকেতা চক্রবর্তীর জীবনী

Nachiketa Chakraborty Biography in Bengali

Nachiketa Chakraborty Biography in Bengali

হতাশা, বেকারত্ব, জীবনের একাকীত্ব, প্রতিবাদ এসব যার গানে উঠে আসে তিনিই হলেন নচিকেতা চক্রবর্তী। তিনি গেয়েছেন বহু গান। তাঁর প্রতিবাদের মাধ্যম যেন এই গান। তাঁর গানে উঠে আসে জীবনমুখী চেতনা, তাঁর গান মানুষকে ভাবায়। নব্বইয়ের দশকে এরকম অন্যরকম গান গেয়ে এক নতুন আলোড়নের সৃষ্টি করেছিল। দেখে নেওয়া যাক এই শিল্পীর জীবনের জানা-অজানা নানা দিক।


নচিকেতা চক্রবর্তীর জীবনী

  • জন্ম: ১ সেপ্টেম্বর, ১৯৬৪
  • বয়স (২০২২ অনুযায়ী): ৫৭
  • নাম: নচিকেতা চক্রবর্তী
  • জন্ম স্থান: মুক্তারাম বাবু স্ট্রিট, কলকাতা
  • পড়াশোনা: মহারাজা মনীন্দ্র চন্দ্র কলেজ
  • প্রিয় খাবার: শাকসবজি ও মাছ
  • প্রিয় পশু: বিড়াল
  • পছন্দের রং: সাদা ও কালো
  • দাম্পত্য সঙ্গী: রুমকি চক্রবর্তী
  • সন্তান: ধানসিঁড়ি
  • প্রথম অ্যালবাম: এই বেশ ভালো আছি (১৯৯৩)
  • প্রিয় লেখক: শীর্ষেন্দু মুখোপাধ্যায়, নৃসিংহ প্রসাদ ভাদুড়ি, হুমায়ুন আহমেদ, জ্যাক লন্ডন।

জন্ম - Nachiketa Chakraborty Birthday

১৯৬৪ সালের ১ সেপ্টেম্বর কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটের বাড়িতে তাঁর জন্ম হয়। তাঁর পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের বড়িশালের ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চেচরীরামপুর গ্রামে।

পড়াশোনা ও লেখালেখি

উত্তর কলকাতার মণীন্দ্র কলেজে পড়াশোনা করেন। বিএ পাশ করেই পড়াশোনা ছেড়ে দিতে হয়। কারণ হঠাৎই বাবা মারা যান। তাই সংসারের হাল ধরতে জীবিকা হিসেবে বেছে নিলেন গান কে।

ছোটো থেকেই গান লিখতেন, গানের চর্চা করেছেন। মহাভারতের কৃষ্ণ চরিত্রের দ্বারা অনুপ্রাণিত তিনি। এছাড়াও জ্যাক লন্ডন এর লেখা পড়ে অনুপ্রাণিত হয়েছেন। লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও নৃসিংহ প্রসাদ ভাদুড়ির দ্বারাও অনুপ্রাণিত হন। তিনি লিখেছেন গল্প । তিনি দুটি উপন্যাস রচনা করেছেন 'জন্মদিন রাত' ও 'ক্যাকটাস'। শুধু উপন্যাস নয়, তিনি লিখেছেন গল্প


তাঁর গল্পে তিনি নারীকে প্রাধান্য দেননি, তবে তাঁর গানে রয়েছে নারীর অবাধ ভূমিকা।  গল্প গুলির মধ্যে উল্লেখযোগ্য হল, শর্টকাট, পণ্ডশ্রম, আগুনপাখির আকাশ, সাপলুডো ইত্যাদি।

তিনি লিখেছেন তিনশো তিরিশ টি গান। গানে তিনি চলিত ভাষার ব্যবহার করেছেন, যা তাঁর গানকে এক নতুন মাত্রা দিয়েছে। তাঁর গানে উঠে এসেছে হতাশা, বেকারত্ব, জীবনের একাকীত্ব, প্রতিবাদ , বাস্তবতার কঠিনতা।

কর্মজীবন - Nachiketa Chakraborty Life Story

তাঁর প্রথম অ্যালবাম প্রকাশ পায়  ১৯৯৩ এ, অ্যালবাম এর নাম ' এই বেশ ভালো আছি'। বেশ সাড়া পায়। এরপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। বাবরি মসজিদ ধ্বংস এর প্রেক্ষাপটে এই গানটি রচিত।
অ্যালবাম ছাড়াও বিভিন্ন চলচ্চিত্রে গান গেয়েছেন। যার মধ্যে উল্লেখযোগ্য ' হঠাৎ বৃষ্টি' (১৯৯৮) হয়। এই ছবিতে তিনি একাধারে ছিলেন সংগীত পরিচালক আবার একাধারে ছিলেন সংগীত শিল্পী। তাঁর সংগীত পরিচালনা গুলির মধ্যে উল্লেখযোগ্য হল, হঠাৎ বৃষ্টি (১৯৯৮), সমুদ্র সাক্ষী (২০০৪), কাটাকুটি( ২০১২)।

এসবের পাশাপাশি তিনি বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য 'কুয়াশা যখন '(১৯৯৭),  'এই বেশ ভালো আছি' (১৯৯৩) ইত্যাদি।
এরপর  নীলাঞ্জনা সিরিজ আর রাজর্ষি তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়।

তিনি একক অ্যালবাম ছাড়াও অনেক যৌথ অ্যালবামে কাজ করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য- দুয়ে দুয়ে চার (১৯৯৬), ছোটো বড় মিলে (১৯৯৬), স্বপ্নের ফেরিওয়ালা (১৯৯৯)।

তাঁর সুপার ডুপার হিট গান গুলো এখনো সমানভাবে জনপ্রিয়। যার মধ্যে রয়েছে, ' বৃদ্ধাশ্রম ', 'একদিন ঝড় থেমে যাবে',  যখন আমার ক্লান্ত চরণ’, যখন সময় থমকে দাঁড়ায়’, উল্টো রাজার দেশে,সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা’, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা’ ইত্যাদি।


তাঁর প্রতিটি গানের একটা ভিতরের অর্থ রয়েছে। তাঁর গান শুনলে মনে হয় গল্প শুনছি। তবে প্রথম দিকের পথ এতটাই মসৃণ ছিল না, তাঁর গানের বিষয়বস্তু নিয়ে অনেকেই রসিকতা করেছে। কিন্তু কিছু মানুষ তাঁর উপর আস্থা রেখেছিল বলেই আজ তিনি যুব সমাজের নয়নমণি।

ব্যক্তিগত জীবন - Nachiketa Chakraborty Married Life, Daughter

তিনি রুমকি ভট্টাচার্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের কন্যার নাম ধানসিঁড়ি। কন্যা ধানসিঁড়িও গায়িকা। ইতমধ্যেই বিভিন্ন ছবিতে গান গেয়েছেন।

নচিকেতার স্টাইল

শুধু কর্মজীবন নয়, তাঁর সাজ পোশাক ও ছিল সবার থেকে বেশ আলাদা। ছিপছিপে গড়ন, মুখভর্তি দাড়ি, ঢিলেঢালা শার্ট আর টাইট জিন্স, উসকো খুসকো চুল। এই সাজে তিনি বেশ মন জয় করে নিয়েছেন তরুণ প্রজন্ম কে।

নচিকেতার খ্যাতি

হাওড়ার আমতায় একটি অডিটোরিয়াম রয়েছে, যার নাম নচিকেতা মঞ্চ। দর্শকরা তাঁকে এতটাই ভালোবাসেন যে তাঁর নামে এই মঞ্চ করেছেন। এই মঞ্চ টি তৈরি ৮০০ টি সিটের।

বাংলাদেশী লেখক আমিরুল মোমেনীন মানিক তাঁর জীবনী নিয়ে লিখেছেন অণু উপন্যাস। বইটির নাম 'আগুনপাখি'।

পুরস্কার - Nachiketa Chakraborty Awards

বঙ্গভূষণ, সঙ্গীতভূষণ। এছাড়াও পেয়েছেন আরো পুরষ্কার।  'হঠাৎ বৃষ্টি' তে গান করার জন্য ১৯৯৯ এ পান আনন্দলোক পুরস্কার।

নচিকেতার একক অ্যালবাম - Nachiketa Chakraborty Albums

এই বেশ ভালো আছি (১৯৯৩)
কি হবে? (১৯৯৫)
চল যাবো তকে নিয়ে (১৯৯৬)
কুয়াশা যখন (১৯৯৭)
আমি পারি (১৯৯৮)
দলছুট (১৯৯৯)
দায়ভার (২০০০)
একলা চলতে হয় (২০০২)
এই আগুনে হাত রাখো (২০০৪)
আমার কথা আমার গান (২০০৫)
এবার নীলাঞ্জন (২০০৮)
হাওয়া বদল (২০১০)
সব কথা বলতে নেই (২০১২)
দৃষ্টিকোণ (২০১৪)
আয় ডেকে যায় (২০১৫)

নচিকেতার বাংলা সিনেমার গান - Nachiketa Chakraborty's Bengali Movie Songs


প্রজাপতি (১৯৮০)
সেদিন চৈত্রমা (১৯৯৭)
এবং তুমি আর আমি (১৯৯৭)
হঠাৎ বৃষ্টি (১৯৯৮)
চুপি চুপি (২০০১)
খেলাঘর (১৯৯৮)
জোশ (২০১০)
টনিক (২০২১)

বিখ্যাত গান - Nachiketa Chakraborty Most Popular Songs

যখন সময় থমকে দাঁড়ায়
এই বেশ ভালো আছি
ফেরিওয়ালা
একদিন স্বপ্নের দিন
সরকারি কর্মচারী
এ মন ব্যাকুল যখন তখন
সারে জাহাজ সে আচ্ছা
মাঝে মাঝে পৃথিবীটা

Nachiketa Chakraborty FAQs - প্রশ্নোত্তর

প্রশ্নঃ নচিকেতা চক্রবর্তী কে?

উত্তরঃ নচিকেতা চক্রবর্তী হলেন একজন ভারতীয় গায়ক, সুরকার, গীতিকার এবং প্লেব্যাক শিল্পী যিনি প্রতিবাদী ও সমাজমুখী বাংলা আধুনিক গানের জন্য বিখ্যাত।

প্রশ্নঃ নচিকেতা চক্রবর্তীর স্ত্রীর নাম কি?

উত্তরঃ রুমকি ভট্টাচার্য

প্রশ্নঃ নচিকেতার মেয়ের নাম কি?

উত্তরঃ ধানসিঁড়ি চক্রবর্তী

প্রশ্নঃ নচিকেতার চক্রবর্তীর প্রথম এলবামের নাম কি?

উত্তরঃ এই বেশ ভালো আছি (১৯৯৩)

প্রশ্নঃ নচিকেতা চক্রবর্তী সর্ব মোট কত গান লিখেছেন?

উত্তরঃ প্রায় ৩৩০টি

প্রশ্নঃ নচিকেতা চক্রবর্তীর জন্মদিন কবে?

উত্তরঃ ১ সেপ্টেম্বর, ১৯৬৪
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url