Nil Digante Lyrics Shreya Ghoshal (নীল দিগন্তে) Rabindra Sangeet

Nil Digante Lyrics Shreya Ghoshal (নীল দিগন্তে) Rabindra Sangeet

Nil Digante Rabindra Sangeet Lyrics From Gotro Bengali Movie

Holi Special Rabindra Sangeet Nil Digante Oi Phuler Agun Laglo Song is Sung by Sarmita Dutta Biswas, Indrani Sen, and Shreya Ghoshal (Movie Version). Lyrics are written by Rabindranath Tagore. This Song has Two Versions One is the Original Version and another one is Nandita Roy and Shiboprosad Mukherjee's Bengali Movie Gotro Version that is Modified by Sovon Mukherjee and Anindya Chattopadhyay.

Credits (Movie Version)
  • Song: Neel Digante
  • Movie: Gotro (2019)
  • Singer: Shreya Ghoshal
  • Music: Anindya Chatterjee
  • Guitar: Surojit Mukherjee
  • Violin: Rohan
  • Recording Studio: Studio Vibrations
  • Starcast: Manali Dey, Nigel Akkara, Anashua Majumdar, Ambarish Bhattacharya, and Others.
Credits (Original Version)
  • Lyrics and Composition: Rabindranath Tagore
  • Cover Singers: Indrani Sen, Sarmita Dutta Biswas, and Many Others.

Nil Digante Lyrics Rabindra Sangeet

নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো, লাগলো... (২)
নীল দিগন্তে, বসন্তে, সৌরভের শিখা জাগলো। (২)
নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো, নীল দিগন্তে
আকাশের লাগে ধাঁধা, রবির আলো ওই কি বাঁধা, (২)
বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো,
সর্ষে খেতে ফুল হয়ে তাই জাগলো,
নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো, নীল দিগন্তে

নীল দিগন্তে, নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো, (২)
অনেক কালের মনের কথা জাগলো। (২)
এলো আমার হারিয়ে যাওয়া, কোন ফাগুনের পাগল হাওয়া, (২)
বুঝি, এই ফাগুনে আপনাকে সে মাগলো, (২)
সর্ষে খেতে ঢেউ হয়ে তাই জাগলো,
নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো, নীল দিগন্তে
নীল দিগন্তে, বসন্তে, সৌরভের শিখা জাগলো। (২)
নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো, নীল দিগন্তে

নীল দিগন্তে লিরিক্স - রবীন্দ্র সঙ্গীত

Nil digante, oi phuler aagun laglo, laglo
Nil digante, bosonte, sourabher sikha jaglo
Akasher laage dhandha, robir alo oi ki bandha
Bujhi dhorar kachhe apnake se maglo
Sorshe khete ful hoye tai jaglo
Neel digante, oi fuler aagun laglo
Nil digante mor bedon khani laglo
Anek kaler moner kotha jaglo
Elo amar hariye jawa, kon faguner pagol hawa
Bujhi, ei fagune apnake se maglo
Sorshe khete dheu hoye tai jaglo



Nil Digante Lyrics by Shreya Ghoshal from Gotro

কিছু স্বপ্ন, কিছু মেঘলা, কিছু বই-টই ধুলো লাগা
কিছু ইচ্ছে সাড়া দিচ্ছে, এই বসন্ত রাত জাগা।
মমচিত্তে, পাস ফিরতে, আজ পলাশ ফুলের কাব্য,
নৃতি নৃত্যে, ফুল ছিঁড়তে, শুধু তোমার কথাই ভাববো।
আজ হাওয়া বেপোরোয়া, দিলো সন্ধ্যে পাখির ঝাঁক,
এই বিকেল আর বেল ফুল, হৃদ মাঝারে থাক।

নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে, বসন্তে, সৌরভের শিখা জাগলো, বসন্তে...
নীল দিগন্তে...

দিগন্তে সুরের আগুন, জ্বলছে অবুঝ ফাগুন (২)
করছে কি ভয়-টয়, মন হলে নয়-ছয়, পাতা ঝরার মরসুম।
আজ হাওয়া বেপোরোয়া, দিলো সন্ধ্যে পাখির ঝাঁক,
এই বিকেল আর বেল ফুল, হৃদ মাঝারে থাক।

নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে, বসন্তে, সৌরভের শিখা জাগলো, বসন্তে...
নীল দিগন্তে...

কিছু স্বপ্ন, কিছু মেঘলা, চোখে চোখ রাখা একরত্তি,
কিছু ইচ্ছে সাড়া দিচ্ছে, মন ইতি অতি তিন সত্যি।
তারই সঙ্গে বিভঙ্গে, দেখে কি হয় ভালোমন্দে
কি মৃদঙ্গে, সে তরঙ্গে, এলো ঢেউ কুচ-কুচ সন্ধ্যে।
আজ হাওয়া বেপোরোয়া, দিলো সন্ধ্যে পাখির ঝাঁক,
এই বিকেল আর বেল ফুল, হৃদ মাঝারে থাক।


নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লিরিক্স - শ্রেয়া ঘোষাল:

Kichu swapno, kichu meghla, kichu boi toi dhulo laga
Kichu ichhe sara dichhe, ei basanta raat jaga
Momochitwe, paas phirte, aaj polash phuler kabyo
Nriti nritye, ful chinrte, sudhu tomar kothai vabbo
Aaj hawa beporoya, dilo sandhye pakhir jhank,
Ei bikel aar bel ful, hrid majhare thak
Digante surer aagun, jolchhe abujh fagun
Korchhe ki bhoy toy, mon hole noy choy, pata jhora morsum
Kichu swapno, kichu meghla, chokhe chokh rakha ekrotti
Kichu ichhe, sara dichhe, mon iti oti tin sotti
Tari songe bibhonge, dekhe ki hoy bhalomonde
Ki mridonge, se toronge, elo dheu kuch kuch sondhye

Nil Digante Song Information:

নীল দিগন্তে গানটির মূল গীত রচনা করেছেন রবীন্দ্র নাথ ঠাকুর। এই গানটির দুটি ভার্সন রয়েছে। একটি গেয়েছেন সর্মিতা দত্ত বিশ্বাস, ইন্দ্রানী সেন এবং আরও অনেকে এবং আর একটি ভার্সন গেয়েছেন শ্রেয়া ঘোষাল যেটি গোত্র সিনেমায় ব্যাবহৃত হয়েছে।

বসন্ত উৎসব উপলক্ষ্যে রচিত এই গান আজ ও আমাদের কে মনমুগধ করে তোলে। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url