Take Alpo Kachhe Dakchhi Lyrics | তাকে অল্প কাছে ডাকছি । Prem Tame

Take Alpo Kachhe Dakchhi Lyrics from Prem Tame

Takey Olpo Kachhe Dakchhi Lyrics from Prem Tame: 'Takey Olpo Kachhe Dakchhi' is a Song Sung by Mahtim Shakib from The Bengali Film Prem Tame. Featuring Soumya Mukherjee, Susmita Chakraborty, and Sweta Mishra. This 'Take Alpo Kachhe Dakchhi' Song Lyrics in Bengali Were Written by Shibabrata Biswas who Also Composed The Music. Mixed and Mastered at OpenReel Studios by Subhadeep Mitra.

সৌম্য ও সুস্মিতা জুটির রোমান্টিক বাংলা সিনেমা প্রেম টেম থেকে তাকে অল্প কাছে ডাকছি গানটি শ্রোতা মহলে সাড়া ফেলে দিয়েছিলো। গানটি গেয়েছেন বাংলাদেশের সুবিখ্যাত সঙ্গীত শিল্পী মাহতিম শাকিব। গানের এত জনপ্রিয়তার জন্য এই গানটিকে নতুন রূপ দিয়েছেন হ্যাপি পিল্স তার নতুন লোফি ভার্সন এর মাধ্যমে। 

তাকে অল্প কাছে ডাকছি গানের সুর ও কথা লিখেছেন শিবব্রত বিশ্বাস। তাহলে চলুন দেখে নেওয়া যাক তাকে অল্প কাছে ডাকছি লিরিক্স টি।  

Takey Olpo Kachhe Dakchhi Song Details

Movie Name: Prem Tame (2021)
Director: Anindya Chatterjee
Artist: Mahtim Shakib
LOFI: Happy Pills
Lyrics and Composition: Shibabrata Biswas
Cinematography: Subhankar Bhar
Edited By Arghakamal Mitra
Label: SVF Music

Take Alpo Kachhe Dakchhi Lyrics in Bengali


তাকে অল্প কাছে ডাকছি
আর আগলে আগলে রাখছি
তবু অল্পেই হারাচ্ছি আবার।
তাকে ছোঁবো ছোঁবো ভাবছি
আর ছুঁয়েই পালাচ্ছি,
ফের তাকেই ছুঁতে যাচ্ছি আবার।

অভিমান পিছু নাম
তাকে পিছু ফেরাও
তার কানে না যায় পিছু ডাক আমার
মুখ বুজেই তাকে ডাকছি আবার।

তাকে অল্প কাছে ডাকছি
আর আগলে আগলে রাখছি
তবু অল্পে হারাচ্ছি আবার।

ফাঁকা বুক, চেনা সুখ
জানি ঘুম সে ভাঙ্গাবেই
ভেজা মন, বলি শোন
রাতভর জাগতে নেই।

মুখচোরা ডাক তাকে ঘুম পাড়াক এবার
তাকে ছুঁয়ে স্বপ্ন বুনছি আবার।

তাকে আলতো গায়ে মাখছি
আর আঁকড়ে মুঠোয় ঢাকছি,
তবু মুঠো আলগা রাখছি আবার।
তাকে ছোঁব ছোঁব ভাবছি
আর ছুঁয়েই পালাচ্ছি,
ফের তাকেই ছুঁতে যাচ্ছি আবার।

Take Alpo Kachhe Dakchhi Lyrics in English


Taake alpo kache dakchhi
Aar aagle aagle rakchi
Tobu olpei harachhi abar
Taake chonbo chonbo vabchhi
Aar chuyei palachhi
Pher taakei chhunte jachhi abar
Abhiman pichhu naam
Taake pichhu ferao
Taar kaane na jaay pichhu dak amar
Mukh bujei taake dakchhi abar
Fanka buk, chena sukh
Jani ghum se bhangabei
Bheja mon, boli shon
Raatbhor jaagte nei
Mukhchora daak
Taake ghum parak ebar
Taake chuye swapno bunchhi abar
Taake aalto gaaye makhchi
Aar aankrey muthoy dhakchhi
Tabu mutho aalga rakhchhi abar
Taake chobo chobo vabchhi
Aar chuyei palachhi
Pher taakei chhunte jachhi abar.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url