Tomar Khola Hawa Lyrics | তোমার খোলা হাওয়া লিরিক্স
Tomar Khola Hawa Lyrics Rabindrasangeet
Tomar Khola Hawa is Rabindra Sangeet, Sung by Somlata Acharya Chowdhury, Shaan, Mimi Chakraborty, Jayati Chakraborty, Kamalini Mukherjee, Sahana Bajpeyi, Madhurima Sen, Shrabani Sen, and Many More Artists in Their Own Way.
তোমার খোলা হাওয়া রবীন্দ্রসঙ্গীত টি গেয়েছেন অনেক শিল্পী। আধুনিক বাদ্যযন্ত্রে ঐতিহ্যবাহী সুর এর সংমিশ্রণ দিয়ে গেয়েছেন অনেকেই। তাহলে চলুন দেখা যাক তোমার খোলা হাওয়া গানের লিরিক্স টি।
গান: তোমার খোলা হাওয়া
কথা ও সুর: রবীন্দ্রনাথ ঠাকুর
পর্যায়: পূজা ৫৫৩
উপ-পর্যায়: বাউল
তাল: কাহারবা
রাগ: সারিগান
রচিত: ১৯১৪ (১৭ ভাদ্র ১৩২১, বিকেল), শান্তিনিকেতন
স্বরবিতান: ৪৩
Tomar Khola Hawa Song Lyrics in Bengali
তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
টুকরো করে কাছি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া।
সকাল আমার গেলো মিছে
বিকেল যে যায় তার ই পিছে গো
সকাল আমার গেলো মিছে
বিকেল যে যায়, তার ই পিছে গো
রেখো না আর, বেঁধো না আর
কুলের কাছাকাছি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া।
মাঝির লাগি আছি জাগি
সকল রাত্রিবেলা
ঢেউ গুলো যে আমায় নিয়ে
করে কেবল খেলা (২)
ঝড় কে আমি করবো মিতে
ডরবো না তার ভ্রুকুটি তে
ঝড় কে আমি করবো মিতে
ডরবো না তার ভ্রুকুটি তে
দাও ছেড়ে দাও ওগো,
আমি তুফান পেলে বাঁচি
আমি ডুবতে রাজি আছি,
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া।
তোমার খোলা হাওয়া লিরিক্স - রবীন্দ্রসঙ্গীত
Tomar khola hawa
Lagiye paal-e
Tomar khola hawa
Tukro kore kachhi
Aami dubte raaji achhi
Tomar khola hawa
Lagiye paale
Tomar kholaa hawa
Sokal amar gelo michhe
Bikel je jaay tar-i pichhe go
Rekho na aar, bendho na aar
Kuler kachakachi
Aami dubte raji achhi
Tomar khola hawa
Lagiye pale
Majhir laagi achhi jagi
Sokol ratribela
Dheu gulo sob amay niye
Kore kebol khela
Jhor ke ami korbo mite
Dorbo na tar bhrukuti te
Dao chhere dao ogo
Ami tufan pele banchi
Ami dubte raaji achhi
Tomar khola hawa
Laagiye paaley.
Written By
Rabindranath Tagore