Bojhabo Ki Kore Toke Lyrics (বোঝাবো কি করে তোকে) Arijit Singh | Anweshaa
Bojhabo Ki Kore Toke Lyrics by Arijit Singh and Anweshaa Dattagupta from The Bengali Movie Haripada Bandwala. Starring Ankush Hazra and Nusrat Jahan. The Romantic Track is Composed by Indraadip Dasgupta. and Aaj Churi Churi Mon Lyrics in Bengali Are Penned by Prasen.
Bojhabo Ki Kore Toke Song Information
- Song: Bojhabo Ki Kore Toke
- Movie Name: Haripada Bandwala (2016)
- Singers: Arijit Singh, Anweshaa Dattagupta
- Lyricist: Prasen
- Music Composer: Indraadip Dasgupta
- Director: Pathikrit Basu
- Creative Producer: Ravi Kinagi
- Backing Vocals: Arijit Dev
- Mix-Master: Subhadeep Mitra
- DOP: Iswar Chandra Barik
- Label: SVF Music
Bojhabo Ki Kore Toke Song Lyrics in Bengali
বোঝাবো কি করে তোকে, কতো আমি চাই
তোর কথা মনে এলে নিজেকে হারাই (২)
তোকেই মাথায় করে, বেঁচে আছি তাই আমি
তোকেই মাথায় করে, বেঁচে আছি তাই।
আজ চুরি চুরি মন,
উড়ি উড়ি মন, ঘুড়ি ঘুড়ি মন
আজ চুরি চুরি মন,
উড়ি উড়ি মন, ঘুড়ি ঘুড়ি মন।
ও.. তিলে তিলে হলো কি যে, গেলো ভিজে মন
আগে তো এ শ্রাবনের ছিলো না কারণ
তোর সাথে দেখা হলে কোনো নিরালায়
নিজেকে উজাড় করে রেখে দেওয়া যায়
আজ চুরি চুরি মন,
উড়ি উড়ি মন, ঘুড়ি ঘুড়ি মন।
জেগে আছে দিন আর, সেজে আছে ঘর
শুনাতে আমায় তোর আসার খবর
উঠে যাবে চাঁদ আর ফুটে যাবে ফুল,
মেলে দিলে চোখ তুই খুলে দিলে চুল
আজ চুরি চুরি মন,
উড়ি উড়ি মন, ঘুড়ি ঘুড়ি মন।
বোঝাবো কি করে তোকে, কতো আমি চাই
তোর কথা মনে এলে নিজেকে হারাই (২)
তোকেই মাথায় করে, বেঁচে আছি তাই আমি,
তোকেই মাথায় করে, বেঁচে আছি তাই।
আজ চুরি চুরি মন,
উড়ি উড়ি মন, ঘুড়ি ঘুড়ি মন
আজ চুরি চুরি মন,
উড়ি উড়ি মন, ঘুড়ি ঘুড়ি মন।
Bojhabo Ki Kore Toke Lyrics - Haripada Bandwala ft. Nusrat and Ankush
Bojhabo ki kore toke koto ami chai
Tor kotha mone ele nijeke harai
Tokei mathay kore benche achi tai
Aaj churi churi mon
Uri uri mon, ghuri ghuri mon
O tile tile holo kije gelo vije mon
Aage toh e shraboner chhilo na karon
Tor sathe dekha hole kono niralay
Nijeke ujar kore rekhe dewa jaay
Aaj churi churi mon
Uri uri mon, ghuri ghuri mon
Jege achhe din aar seje ache ghor
Shunate amay tor asar khobor
Uthe jaabe chand aar futey jaabe phool
Mele dile chokh tui khule dile chul
Aaj churi churi mon
Uri uri mon, ghuri ghuri mon