Karone Okarone Lyrics (কারণে অকারণে) by Minar Rahman

Karone Okarone Lyrics by Minar Rahman. Starring Audity Mahmood & Nadia. Music Composed by Minar Rahman and Ami Tomar Didhay Banchi Lyrics in Bengali is Written by Isteaque Ahmed. The Audio of Karone Okarone was Released on 13 April 2017  by Eagle Music.

Karone Okarone Song Information

Singer(s): Minar Rahman
Arrangement: Shaker Raza
Music: Minar Rahman
Song Lyricist: Isteaque Ahmed
Music Label: Eagle Music
Starring: Audity Mahmood & Nadia
Release On: 13 April 2017


Karone Okarone Lyrics in Bengali

কারণে অকারণে নিষেধে বা বারণে
তোমার নামেই যতো জোছনা নিলাম
নিয়মে অনিয়মে দহনে বা ধারণে
আমায় নিখোঁজ ভাবো বা পাশেই ছিলাম

কারণে অকারণে নিষেধে বা বারণে
তোমার নামেই যতো জোছনা নিলাম
ভেতরে বাহিরে দহণে বা ধারণে
আমায় নিখোঁজ ভাবো বা পাশেই ছিলাম

চোখে জল নোনা কি
নিয়ে গেলো জোনাকি
কেনো আমি পথে একা দাঁড়িয়ে
আলোদের পিয়নে সোডিয়াম নিয়নে
যেন সবই কোথায় হারিয়ে

আমি তোমার দ্বিধায় বাঁচি
তোমার দ্বিধায় পুড়ে যাই
এমন দ্বিধার পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই
আমি তোমার স্বপ্নে বাঁচি
তোমার স্বপ্নে পুড়ে যাই
এমন সাধের পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই
পুরোটাই

জলেতে বা আগুনে বর্ষা বা ফাগুনে
তোমার নামে যত মেঘেদের গান
জাগরণে মিছিলে কোথায় যে কি ছিলে
আমায় নিখোঁজ ভাবো নিয়ে অভিমান (২)

চোখে জল নোনা কি
নিয়ে গেলো জোনাকি
কেনো আমি পথে একা দাঁড়িয়ে
আলোদের পিয়নে সোডিয়াম নিয়নে
যেন সবই কোথায় হারিয়ে..

আমি তোমার দ্বিধায় বাঁচি
তোমার দ্বিধায় পুড়ে যাই
এমন দ্বিধার পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই
আমি তোমার স্বপ্নে বাঁচি
তোমার স্বপ্নে পুড়ে যাই
এমন সাধের পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই
পুরোটাই

Karone Okarone Facts & FAQ

1. Who is the music director of the song Karone Okarone?
Ans. Karone Okarone song music director is Minar Rahman.

2. Who is/are the singer/singers of the song Karone Okarone?
Ans. Karone Okarone song singer is Minar Rahman.

3. Who is the composer of the song Karone Okarone?
Ans. Karone Okarone song composer is Minar Rahman.

4. Who is the lyricist of the song Karone Okarone?
Ans. Karone Okarone song lyricist is Isteaque Ahmed.

5. What is the movie of the song Karone Okarone?
Ans. Karone Okarone song is from Unknown.

6. Who wrote the song Karone Okarone?
Ans. Karone Okarone song is written by Isteaque Ahmed.

So that's all for Karone Okarone Song lyrics. If you find any mistakes in the lyrics, please contact us so we can correct them. If you like this song, please comment on which part/line you like the most. Share these lyrics with your loved ones.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url