Kichhu Chaini Ami Lyrics (Shahjahan Regency) Anirban Bhattacharya

Kichhu Chaini Ami Lyrics by Anirban Bhattacharya from Shahjahan Regency

Kichhu Chaini Ami Lyrics by Anirban Bhattacharya from the Bengali Movie Shah Jahan Regency. Starring Parambrata Chatterjee, Abir Chatterjee, Anjan Dutt, Swastika Mukherjee, Anirban Bhattacharya, Rittika Sen, Rituparna Sengupta & others. Music Composed by Prasen and Kichhu Chaini Ami Song Lyrics in Bengali is Written by Dipangshu Acharya . The Audio of Kichhu Chaini Ami was Released on 26 December 2018  by SVF Music. The Femal Version of This Song is Sung by Madhubanti Bagchi.

Kichhu Chaini Ami Song Information

  • Movie/album: Shah Jahan Regency
  • Singers: Anirban Bhattacharya, Madhubanti Bagchi
  • Music: Prasen
  • Song Lyricist: Dipangshu Acharya
  • Music Label: SVF Music
  • Starcast: Parambrata Chatterjee, Abir Chatterjee, Anjan Dutt, Mamata Shankar, Swastika Mukherjee, Anirban Bhattacharya, Rittika Sen, Rituparna Sengupta, Kanchan Mullick, Babul Supriyo, Rudranil Ghosh, Sujoy Prosad Chatterjee, Pallavi Chatterjee, Ushasie Chakraborty & others
  • Release On: 26 December 2018


Kichhu Chaini Ami Lyrics in Bengali

কিচ্ছু চাইনি আমি 
আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে 
বারবার মরে যায় যারা,
না না কিচ্ছু চাইনি আমি,
আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে 
বারবার মরে যায় যারা।

সময়ের ঘষা লেগে 
শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে,
আমি একা বসে থাকি 
প্রেমিকের অপেক্ষা হয়ে।

বাতাসে প্রবাদ আর 
আকাশে আদিম ধ্রুবতারা,
বাতাসে প্রবাদ আর 
আকাশে আদিম ধ্রুবতারা,
কিচ্ছু চাইনি আমি 
আজীবন ভালবাসা ছাড়া।

বাসতে বাসতে ভালো 
তোমারি দুহাতে গেছি মরে,
বাসতে বাসতে ভালো 
তোমারি দুহাতে গেছি মরে,
আবার এসেছি ফিরে 
নেভা নেভা ছায়াপথ ধরে,
খুঁজেছি তোমার মুখ 
সমস্ত উপকথা খুলে,
রাজকুমারীর মায়া 
পৃথিবী যায়নি আজো ভুলে।

না না কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে 
বারবার মরে যায় যারা,
কিচ্ছু চাইনি আমি 
আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে 
বারবার মরে যায় যারা।

নীল প্রাসাদের সিঁড়ি 
ঢেকে রাখে ধূসর কুয়াশা,
বারবার মরে গিয়ে 
আমাদের ফিরে ফিরে আসা।

দেখেছি তোমার বাড়ি 
নগরের প্রতি বাঁকে বাঁকে,
দেখেছি তোমার বাড়ি 
নগরের প্রতি বাঁকে বাঁকে,
চেনা কিশোরীর মত 
আমাকে নানান নামে ডাকে।

আমাদের পথ চেয়ে 
মানুষেরা দিন গোনে তাই,
আমাদের পথ চেয়ে 
মানুষেরা দিন গোনে তাই,
তোমাকে ভাবে যেন 
আজীবন ভালবেসে যাই।
না, না, কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে 
বারবার মরে যায় যারা।

Kichhu Chaini Ami Lyrics in English

Kichhu chaini ami
Ajeebon valobasa chhara
Amio taderi dole
Bar bar more jaay jara
Na na kichhu chaini ami
Ajibon bhalobasa chhara
Amio taderi doley
Bar bar more jaai jara
Somoyer ghosha lege
Shilalipi jaay khoye khoye
Ami eka bose thaki
Premiker apeksha hoye
Batase probad aar
Akashe aadim dhrubotara
Baste baste valo
Tomari duhaate gechhi morey
Abar esechhi firey
Nebha nebha chhayapoth dhore
Khunjechhi tomar mukh
Somosto upokotha khule
Rajkumarir maya
Prithibi jayni aajo vuley

Kichhu Chaini Ami Facts

1. Who is the music director of the song Kichhu Chaini Ami?
Ans. Kichhu Chaini Ami song music director is Prasen.

2. Who is/are the singer/singers of the song Kichhu Chaini Ami?
Ans. Kichhu Chaini Ami song singer is Anirban Bhattacharya.

3. Who is the composer of the song Kichhu Chaini Ami?
Ans. Kichhu Chaini Ami song composer is Prasen.

4. Who is the lyricist of the song Kichhu Chaini Ami?
Ans. Kichhu Chaini Ami song lyricist is Dipangshu Acharya .

5. What is the movie of the song Kichhu Chaini Ami?
Ans. Kichhu Chaini Ami song is from Shah Jahan Regency.

6. Who wrote the song Kichhu Chaini Ami?
Ans. Kichhu Chaini Ami song is written by Dipangshu Acharya .

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url