Tomar Pichu Charbo Na Lyrics তোমার পিছু ছাড়বো না Nahid Hasan

Tomar Pichu Charbo Na Lyrics by Nahid Hasan

Tomar Pichu Charbo Na (তোমার পিছু ছাড়বো না) Lyrics by Nahid Hasan from the Bengali Movie Starring Imran Ahmed Saudagar & Loren Mendes. Music Composed by Autumnal Moon and Loke Pagol Boluk Matal Boluk Ami Tomar Pichu Charbo Na Song Lyrics in Bengali is Written by Autumnal Moon. The Audio of Tomar Pichu Charbo Na was Released on 1 August 2019 by Dhruba Music Station.

Tomar Pichu Charbo Na Song Information

  • Song Title: Tomar Pichu Charbo Na
  • Singer(s): Nahid Hasan
  • Music: Autumnal Moon
  • Remix: Subha Ka Muzik
  • Director: Al Masud 
  • Cinematography: BM Nazmul
  • Song Lyricist: Autumnal Moon
  • Chief Assistant Director: Bijoy Karmakar anqur
  • Music Label: Dhruba Music Station
  • Starring: Imran Ahmed Saudagar & Loren Mendes
  • Release On: 1 August 2019


Tomar Pichu Charbo Na Lyrics in Bengali

হতে পারে কোনো রাস্তায়,
কোনো হুড তোলা এক রিক্সায়
আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে
তুমি দেখলে না

রোদে পোড়া এ রোমিও চেহারা
তুমি বুঝলেনা আমার ইশারা
মন বলে যদি থামতে
তুমি থামলে না

তোমার জুলিয়েট হাসি হেসে
যদি ডাকতে ভালোবেসে
আমি তোমার চোখে তাকানোর
সাহস পেতাম না

আমার জড়সড় এই শরীরে
তোমার হাওয়ায় লাগছে ফুরফুরে
প্রেম নাকি পাগলামি বলতে পারবোনা।
লোকে পাগল বলুক, মাতাল বলুক, আমি
তোমার পিছু ছাড়বো না
তোমার পিছু ছাড়বো না

কোনো কাক-ডাকা এক সকালে
তুমি বারান্দায় এসে দাড়ালে
আমি ছিদ্র খুঁজছি দেয়ালে
তোমায় দেখবো বলে

তুমি অদ্ভুত এক খেয়ালে
গাঢ় লাল টিপ দেখি কপালে
হঠাৎ আমার দিকে তাকালে আজ
আমি ভয় পেলাম না
তোমার জুলিয়েট হাসি হেসে
যদি ডাকতে ভালোবেসে
আমি তোমার চোখে তাকানোর
সাহস পেতাম না
আমার জড়-সড় এই শরীরে
তোমার হাওয়ায় লাগছে ফুরফুরে
প্রেম নাকি পাগলামি বলতে পারবোনা।
লোকে পাগল বোলুক, মাতাল বোলুক, আমি
তোমার পিছু ছাড়বো না
তোমার পিছু ছাড়বোনা

নামি চলো আজ পথে
হাত রাখো এই হাতে
দুজনে চলো যাই বহুদূর
আমার গিটারের সুরে
দোলা লাগে তোমার নূপুরে
উত্তাল ঢেউ তোলে দোলে হৃদয় সোমুদ্দুর
তোমার জুলিয়েট হাসি হেসে
যদি ডাকতে ভালোবেসে
আমি তোমার চোখে তাকাবো
পলক পড়বে না
আজ আমার প্রেমিক শরীরে
তোমার হাওয়ায় উড়ছি ফুরফুরে
প্রেম আর পাগলামি টাকে লুকাবো না
লোকে পাগল বোলুক, মাতাল বোলুক, আমি
তোমার পিছু ছাড়বো না
তোমার পিছু ছাড়বোনা

Tomar Pichu Charbo Na Lyrics in English

Hote pare kono rastay
Kono hud tola ek rikshay
Ami neel chhata niye dariye
Tumi dekhle na
Rode pora e romeo chehara
Tumi bujhlena amar ishara
Mon bole jodi thamte
Tumi thamle na
Tomar juliet hasi hese
Jodi dakte valobese
Ami tomar chokhe takanor
Sahos petam na
Amar joro soro ei sorire
Tomar haway lagchhe furfurey
Prem naki paglami bolte partbo na
Loke pagol boluk matal boluk ami
Tomar pichhu charbo na
Tomar picu charbo na

Tomar Pichu Charbo Na Facts & FAQ

1. Who is the music director of the song Tomar Pichu Charbo Na?

Ans. Tomar Pichu Charbo Na's song music director is Autumnal Moon.

2. Who is/are the singer/singers of the song Tomar Pichu Charbo Na?

Ans. Tomar Pichu Charbo Na song singer is Nahid Hasan.

3. Who is the composer of the song Tomar Pichu Charbo Na?

Ans. Tomar Pichu Charbo Na's song composer is Autumnal Moon.

4. Who is the lyricist of the song Tomar Pichu Charbo Na?

Ans. Tomar Pichu Charbo Na's song lyricist is Autumnal Moon.

5. What is the movie of the song Tomar Pichu Charbo Na?

Ans. Tomar Pichu Charbo Na's song is from N/A.

6. Who wrote the song Tomar Pichu Charbo Na?

Ans. Tomar Pichu Charbo Na song is written by Autumnal Moon.

So that's all for Tomar Pichu Charbo Na Song lyrics. If you find any mistakes in the lyrics, please contact us so we can correct them. If you like this song, please comment on which part/line you like the most. Share these lyrics with your loved ones.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url