Subho Noboborsho 1430: শুভ নববর্ষ, পয়লা বৈশাখে পাঠান এই শুভেচ্ছা বার্তা গুলো

Subho Noboborsho 1430 Wishes: বলতে বলতে শেষ হয়ে গেলো গোটা একটা বাংলা বছর। শুরু ১৪২৯ কে বিদায় দিয়ে ১৪৩০ কে স্বাগতম জানানোর পালা। ভাবছেন কি এই বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা বার্তা আপনার সকল প্রিয়জনদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাঠিয়ে চমকে দিতে? তাহলে চলুন আপনাদের জন্য থাকলো বেশ কিছু নববর্ষের শুভেচ্ছা বার্তা।

Noboborsho wishes in Bengali
শুভ নববর্ষ ১৪৩০ -এর শুভেচ্ছা বার্তা - Noboborsho wishes in Bengali

বাঙ্গালির ১২ মাসে তেরো পার্বণ লেগেই থাকে সারা বছর। এরই মধ্যে নববর্ষ ও হল একটি বিশেষ উৎসব। সব বাঙ্গালির কাছে ইংরেজি নববর্ষের থেকে বাংলা নববর্ষের একটা আলাদাই নিজস্বতা রয়েছে । তাই তো আমরা মনে প্রাণে বাঙালি।  ভোজন রসিক বাঙালিদের কাছে এই দিনটি একটি বিশেষ দিন বলাই যায়। নতুন পোশাক, মিষ্টি মুখ, হালখাতা, কবজি ডুবিয়ে মাছ মাংস খাওয়া ইত্যাদির মাধ্যমে সকলে আহ্বান জানায় নতুন বছরের। জেনে নিন নববর্ষে কি কি শুভেচ্ছা বার্তা পাঠালে আপনার প্রিয়জনেরা খুশি হবে।

শুভ নববর্ষ ১৪৩০ এর তারিখ

সাধারণত বাংলা নববর্ষ ১৪ বা ১৫ এপ্রিল তারিখের দিকে পড়ে। সৌর ক্যালেন্ডার অনুযায়ী প্রথম মাস বৈশাখ এর প্রথম দিনটিকে নববর্ষ বা পহেলা বৈশাখ বলা হয়। ১৪২৯ শেষে ১৪৩০ এ পা দিলাম আমরা। এই বছর ১৫ই এপ্রিল, শনিবার পড়ল ১ লা বৈশাখ। 

নববর্ষ ১৪৩০ -এর শুভেচ্ছা বার্তা

১। নতুন সকাল, নতুন দিন, নতুন করে শুরু হোক সকলের। শুভ নববর্ষ ১৪৩০।

২। হে নূতন,
দেখা দিক আবার
জন্মের প্রথম শুভক্ষণ।
নববর্ষের শুভেচ্ছা সকলকে।

৩। পুরনো সব স্মৃতি করে ফেল ইতি,
পুরনো সব কষ্ট করে ফেল নষ্ট,
পুরনো সব বেদনা আর মনে রেখ না।
নতুন বছরের শুভেচ্ছা আপনার ও আপনার পরিবারের সকলকে।

৪। তোমার সমস্ত কামনা পূর্ণ হোক।
ঈশ্বরের ভালোবাসা তোমার জীবনে থাকুক।
শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই।

৫। নীল আকাশের মেঘের ভেলায়,
ঘাসের উপর শিশির কণায়,
প্রজাপতির রঙিন ডানায়,
ফাল্গুনের ফুলের মেলায়,
বৈশাখে তোমায় শুভেচ্ছা জানাই! শুভ নববর্ষ ১৪৩০।

নববর্ষ ১৪৩০ -এর শুভেচ্ছা বার্তা



৬।নতুন পোশাক নতুন সাজ। নতুন বছর শুরু আজ। মিষ্টি মন মিষ্টি হাঁসি। শুভেচ্ছা জানাই রাশি রাশি শুভ নববর্ষ ! 

৭। নতুন সূর্য, নতুন গান। নতুন সুর, নতুন প্রান। নতুন ঊষার নতুন আলো। নতুন বছর কাটুক ভালো। কাটুক বিষাদ আসুক হর্ষ। শুভ হোক নববর্ষ

৮। নতুন দিন, নতুন মাস, নতুন আশা, নতুন সংকল্প, নতুন আকাঙ্খা, এবং নতুন বছর। সব নতুন কিছু নিয়ে নতুন যাত্রা শুরু করো।

৯। নতুন বছর দিচ্ছে উঁকি, আর মাত্র কিছুক্ষন বাকি, গাছে গাছে উড়ছে পাখি, বন্ধু তোমায় বলে রাখি শুভ নববর্ষ ১৪৩০

১০। নতুন দিনের স্বপ্ন নিয়ে, এলো নতুন বছর, পুরনো দুঃখগুলো সবই বিদায় নিলো। নতুন আশায় এসো সবাই জীবনটাকে গড়ি, নতুন করে জীবনটাকে আবার শুরু করি।

১১। শুধু প্রথম দিন নয়, বছরের প্রতিটি দিন যেন তোমার সুখে কাটে

১২। রং বে রঙে সাজছে জাতি, ডাক ঢোলের ছড়াছড়ি। জীবনে আসুক নতুন প্রিতি, সুখে গড় জীবনটি।

১৩। ফুল ফুটেছে বনে বনে, ভাবছি তোমায় মনে মনে, বলছি তোমায় কানে কানে… শুভ নববর্ষ 🎊

১৪। তোমার জন্য প্রার্থনা করি ১২ মাস আনন্দের, ৫২ সপ্তাহ খুশির, ৩৬৫ দিন সাফল্যের ৮৭৬০ ঘণ্টা সুস্বাস্থ্য, আর ৫২৫৬০০ মিনিট সৌভাগ্যের ! শুভ নববর্ষ 🎊!!

১৫। বছর শেষের ঝরা পাতা বললো উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেলো হওয়ার সাথে ভেসে, নতুন বছর আসছে তাকে যত্ন করে রেখো, স্বপ্ন গুলো সত্যি করে ভীষণ ভালো থেকো।

১৬। কামনা করি নতুন বছরের আগমনে প্রতিবারের মতন শুধু ক্যালেন্ডার না বদলে মানুষের চিন্তাভাবনাটাও বদলায়।

১৭। বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও, ক্ষমা করো আজকের মত পুরাতন বছরের সাথে, পুরাতন অপরাধ যত শুভ নববর্ষ 🥳

১৮। বাউল গানের সান্ধ্য তালে, নতুন বছর এসেছে ঘুরে। উদাসী হাওয়ার সুরে সুরে রাঙ্গা মাটির পথটি জুড়ে। শুভ নববর্ষ

১৯। একটা সম্পূর্ণ নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাকে ও তোমার পরিবারকে

২০। কথার শেষে নতুন বেশে, আসছে কোন ভেলা আনন্দে ভেসে, নতুন ছোঁয়া আসছে প্রকৃতির মাঝে, তাই মন সেজেছে রঙিন বেশে। শুভ হোক নতুন বছর। 🥳
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url