আমার শ্যাম যদি হইত মাথার কেশ Amar Shyam Jodi Hoito Mathar Kesh Lyrics

Bengali Krishna Bhajan: Amar Shyam Jodi Hoito Mathar Kesh Lyrics in Bengali Sung by Arpita Dey. Amar Shyam Jodi Hoito Mathar Kesh Lyrics are written by Syed Shah Noor. Music is rearranged by Dr.Tapan Roy.

Amar Shyam Jodi Hoito Mathar Kesh Song Details

🎬 Movie / Album Bengali Krishna Bhajan
📌 Song Name Amar Shyam Jodi Hoito Mathar Kesh
🎵 গান আমার শ্যাম যদি হইত মাথার কেশ
🎤 Singer(s) Arpita Dey
🎧 Tune / Music Dr.Tapan Roy
✍️ Lyricist Syed Shah Noor
🏷️ Music Label SVF Devotional
🗓️ Release On 2023-06-03
► Here is the music video of Amar Shyam Jodi Hoito Mathar Kesh Bengali Song on the SVF Devotional YouTube Channel for your reference.

Amar Shyam Jodi Hoito Mathar Kesh Lyrics

Amar Shyam Jodi Hoito Mathar Kesh Lyrics in Bengali - Syed Shah Noor

আমার শ্যাম যদি হইতো মাথার কেশ
আমার শ্যাম যদি হইতো মাথার কেশ
হাতে দর্পণ ধরি রূপ নেহারি
দর্পণ ধরি রূপ নেহারি
পুরাইতাম মনের খায়েশ
শ্যাম যদি হইতো মাথার কেশ
আমার শ্যাম যদি হইতো মাথার কেশ

কুন্তলে সুগন্ধি লইয়া
কুসুম-চামেলি দিয়া গো
কুন্তলে সুগন্ধি লইয়া
কুসুম-চামেলি দিয়া গো
আমি হইতাম দাসী ভালবাসি
হইতাম দাসী ভালবাসি
চিরুনি করিতাম কেশ
শ্যাম যদি হইতো মাথার কেশ
আমার শ্যাম যদি হইতো মাথার কেশ

শ্যাম-সুন্দর যমুনার মাঝে
কত রঙের ঢেউ সাজে গো
শ্যাম-সুন্দর যমুনার মাঝে
কত রঙের ঢেউ সাজে গো
আরে ঢেউয়ের চোটে কুহু ওঠে
ঢেউয়ের চোটে কুহু ওঠে
নিমেষে হয় নিরুদ্দেশ
শ্যাম যদি হইতো মাথার কেশ
আমার শ্যাম যদি হইতো মাথার কেশ

সৈয়দ শাহ নূরে বলে
শ্যামানলে অঙ্গ জ্বলে গো
সৈয়দ শাহ নূরে বলে
শ্যামানলে অঙ্গ জ্বলে গো
যদি সেই রূপ সাপিনী হইয়া
সেই রূপ সাপিনী হইয়া
আমারে মারিত বেশ
শ্যাম যদি হইতো মাথার কেশ
আমার শ্যাম যদি হইতো মাথার কেশ
হাতে দর্পণ ধরি রূপ নেহারি
দর্পণ ধরি রূপ নেহারি
পুরাইতাম মনের খায়েশ
শ্যাম যদি হইতো মাথার কেশ
আমার শ্যাম যদি হইতো মাথার কেশ
আমার শ্যাম যদি হইতো মাথার কেশ

Amar Shyam Jodi Hoito Mathar Kesh Lyrics in English

amar shyam jodi hoito mathar kesh
haate dorpon dhori rup nehari
puraitam moner khayesh
kuntole sugondhi loiya
kusum chameli diya go
ami hoitam dasi valobasi
chiruni koritam kesh
shyam jodi hoito mathar kesh
shyam sundor jomunar majhe
koto ronger dheu saje go
aare dheuer chote kuhu othe
nimeshe hoy niruddesh

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url