অনুকূল ঠাকুরের সন্ধাকালীন প্রার্থনা Anukul Thakur Evening Prayer Lyrics

আপনি কি অনুকূল ঠাকুরের সন্ধাকালীন বিনতি খুঁজছেন? তাহলে একেবারে সঠিক জায়গায় এসেছেন। আজ আমরা এই পোস্টের মাধ্যমে অনুকূল ঠাকুরের সন্ধাকালীন প্রার্থনা (Anukul Thakur Evening Prayer) টি তুলে ধরবো।

Anukul Thakur Evening Prayer Lyrics in Bengali

Anukul Thakur Evening Prayer Lyrics in Bengali

বার বার করু বিনতি, রাধাস্বামী আগে ।
দয়া করো দাতা মেরে, চিত চরণন লাগে ।।
জনম্ রহী ভুলমে, নহি পায়া ভেদা ।
কাল্ করম্কে জালমে, রহী ভোগত খেদা ।।
জগত জীব ভরমত ফিরে, নিত চারোখানী ।
ঙ্গানী যোগী পিলরহে, সব মন্ কি ঘানী ।।
ভাগ্ জগা মেরা আদিকা, মিলে সদগুরু আঈ ।
রাধাস্বামী ধাম কা, মোহি ভেদ জনাঈ ।।
উচা সে উচা দেশ হ্যায়, ওহ আধর ঠিকানী । 
বিনা সন্ত পাওয়ে নহি, শ্রুত শব্দ নিশানী ।।
রাধাস্বামী নাম কি, মোহি মহিমা শুনাঈ ।
বিরহ অনুরাগ জগায়কে, ঘর পহুছু ভাঈ ।।
সাধ্ সঙ্গ কর সার রস, মৈনে পিয়া অঘাঈ ।
প্রেম লগা গুরু চরণমে, মন শান্ত ন আঈ ।।
তড়প উঠে বেকল্ রহু, কৈসে পিয়া ঘর জাঈ ।
দরশন রস নিত নিত লহু, গহে মন্ থিরতাঈ ।।
সুরত চঢ়ে আকাশ মে, করে শব্দ বিলাসা ।
ধাম ধাম নিরখত চলে, পাওয়ে নিজ ঘর বাসা ।।
এই আশা মেরে মন্ বসে, রহে চিত্ত উদাসা । 
বিনয় শুনো কিরুপা করো, দীজে চরণ নিবাসা ।।
তুম বিন্ কোই সমরথ নহী, যা সে মাঁগু দানা ।
প্রেমধার বরখা করো, খোল অমৃত খানা ।।
দীন দয়াল দয়া করো, মেরে সমরথ স্বামী । 
সুকর করু গাওয়ত রহুঁ, নিত রাধাস্বামী ।।

Anukul Thakur Evening Prayer Video

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url