Bangla Birthday Wishes, Quotes and Captions 2023
পরিবার অথবা প্রিয়জনদের থেকে শুভ জন্মদিনের শুভেচ্ছা বার্তা পেতে কার না ভালো লাগে? বিশেষ করে আমরা যারা বাঙালি তারা বাংলা তে জন্মদিনের শুভেচ্ছা পেলে আরও বেশি খুশি হই। আপনাদের কথা ভেবে আমরা নিয়ে এসেছি বেশ কিছু সুন্দর ও আকর্ষণীয় ভালোবাসার মানুষের শুভ জন্মদিন শুভেচ্ছা স্ট্যাটাস, শুভ জন্মদিন মেসেজ, জন্মদিনের শুভেচ্ছা বার্তা, বাংলা ক্যাপশন, গান, ভিডিও, উক্তি এবং আরও অনেক কিছু।
প্রিয়জন দের স্পেশাল দিনে ইমপ্রেস করতে আমাদের এই জন্মদিনের শুভেচ্ছা বার্তা গুলি Facebook অথবা Whatsapp এ লিখে পাঠাতে পারেন। তাহলে চলুন এবারে দেখে নেওয়া যাক Unique Bangla Birthday Wish Message গুলি।
জন্মদিনের শুভেচ্ছা বার্তা ও কবিতা
প্রত্যেকের জীবনে জন্মদিন এমনি একটা বিশেষ দিন যেটা সকলের কাছেই অনেক মূলবান। তাই স্পেশাল দিনে স্পেশাল মানুষের মন জয় করতে দেখুন আমাদের নিচে দেয়া জন্মদিনের সেরা মেসেজ অথবা Birthday Wish Bangla এবং জন্মদিনের শুভেচ্ছা এর কবিতা গুলি।
মামা তোমার জন্মদিনে,
শেয়াল বলে সঙ্গে যাবো,
বিড়াল বলে, মিউ মিউ
সঙ্গে গিয়ে কেক খাবো।
ময়না বলে, আমিও যাবো।
ক জনকে আর থামিয়ে রাখি,
মাসি পিসি বনকাপাসি,
চাঁদের খুড়ি ঘুঁটের ঝুড়ি
সঙ্গে নিয়ে আসি যদি,
তাইতো আজি একলা এলাম,
মামা তোমার জন্মদিনে।”
“আজ মেঘেদের মুখে হাঁসি
বর্ষার লুকোচুরি..
বৃষ্টিটা যেনো আজ লাগছে
অনেক সুন্দরী
আজ আকাশটা উদাসী,
আনন্দের রঙ মিছিল..
ধরণীর বুকে ছড়িয়ে
পড়েছে খুশির সলিল
আনন্দ উল্লাসে কাটে
যেন তোমার প্রতিটি দিন,
শুভেচ্ছা জানাই আজ তোমার
শুভ জন্মদিন 🎂
বছর বছর আসে ফিরে
তোমার শুভ জন্মদিন,
হাঁসি খুশির রঙিন ছোয়া
গিফটের এই দিন।
আরো একটি বছর করলে তুমি পার।
সুস্থ থাকো, ভালো থাকো।
এই কামনাই করি বার বার।
🎂🌼শুভ জন্মদিন 🎂
আজ তােমার জন্মদিন
এলাে খুশির শুভদিন।
সর্বদা থাকে যেনাে তােমার মন,
এমনি আনন্দে রঙিন।
🍫Happy Birthday 🎂
জন্মদিনের শুভেচ্ছা,
প্রিতি ও ভালোবাসা,
পৌঁছাবে তোমার কাছে,
আমার শুধু এই আশা।
🌼শুভ জন্মদিন🌼
জন্মদিনে কামনা করি
আপনার এই জন্মদিনে
ঈশ্বর যেন আপনাকে
অনেক অনেক আশীর্বাদ করেন।
🌼 শুভ জন্মদিন 🌼
 |
Bengali Birthday Wishes 2023 |
আজকের দিনটি যেন তোমার খুব মজা করে কাটুক,
এবং আগামী দিন গুলোও যেন সুখের হয়।
🌼 শুভ জন্মদিন 🌼
জীবনের এই সুন্দর দিনটাকে
পরিবার, বন্ধু -বান্ধব ও প্রিয়জনদের সাথে মজা
করে কাটাও।
জন্মদিনের শুভেচ্ছা নিও
Happy Birthday Wishes for Brother in Bangla
সবচেয়ে পবিত্র সম্পর্ক যদি কিছু থেকে থাকে তা হলো ভাই-বোনের সম্পর্ক। আপনারা এইখানে পাবেন বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা, ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা, আপন বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা, আপন ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা, জন্মদিন এর শুভেচ্ছা ছোট ভাই ও আরও অনেক কিছু। এছাড়াও থাকছে অনুপ্রেরণামূলক জন্মদিনের শুভেচ্ছা।
আশা রাখি জীবনের আনন্দযাত্রায়
কখনোই সত্যির পথ থেকে সরে যাবে না..
জন্মদিনের শুভেচ্ছা নিও
“ফুলের হাঁসিতে প্রাণের খুশিতে,
সোনালী রোদ্দুর ঘাসের বুকেতে,
করেছে ভুবন রঙ্গীন,
তোমাকে জানায় হৃদয় থেকে
শুভ জন্মদিন
 |
ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা
|
“জন্মদিন এলো ফিরে,
জীবন থাকুক আলোয় ভরে
আছে যত ইচ্ছে মনে
বদ্ধ রেখোনা মনের কোণে,
পৃথিবীর সুখ তোমার থাক
দুঃখ গুলো নিপাত যাক,
স্বপ্ন গুলো হক রঙিন,
হৃদয় ভোরে জানাই
শুভ জন্মদিন
“চাঁদের জন্য পূর্নিমা,
পাহাড়ের জন্য ঝর্না,
নদীর জন্য মোহনা,
আর তোমার জন্য রইলো
জন্মদিনের অনেক
অনেক শুভ কামনা।
Happy Birthday
আমার জীবনের সেরা সময়
তোমার মত প্রাণবন্ত
ভাইয়ের সাথে বড় হওয়া,
জীবনকে বর্ণময় করে
তোলার জন্য ধন্যবাদ!
শুভ জন্মদিন
 |
Happy Birthday Wishes for Brother in Bangla |
কামনা করি তুমি যেন
পৃথিবীর সব সুখ আস্বাদন
করতে পারো।
Happy Birthday to You
তোমার জীবন হয়ে উঠুক
রামধনুর সাত রঙে রঙিন।
প্রতি বছর তোমার বয়সের
সাথে সাথে বাড়ুক তোমার বুদ্ধি ও যশ।
শুভ জন্মদিন
“শুভ শুভ শুভ দিন
আজ তোমার জন্মদিন,
মুখে তোমার দিপ্ত হাঁসি,
ফুল ফুটেছে রাশি রাশি,
হাজার ফুলের মাঝে
গোলাপ যেমন হাঁসে,
তেমন করে বন্ধু তোমার
জীবন যেন সুখের
সাগরে ভাসে।”
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা,
তোমার জীবনের গল্প লেখো নিজের হাতে,
শুধু মাথায় রেখো তাতে কল্পনা ও বাস্তবের মধ্যে
যেন একটা সমতা থাকে।
 |
bengali happy birthday wish for brother |
Happy Birthday Wishes to Sister in Bangla
আমাদের এই বিভাগে থাকছে ছোট বোন অথবা দিদির জন্য শুভ জন্মদিনের প্রীতি ও শুভেচ্ছা, আদরের ছোট বোনকে জন্মদিনের শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস আপু এবং আরও অনেক কিছু। আপনি চাইলে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা ও জানাতে পারেন নিচের এই Bangla Birthday Wish গুলোর মাধ্যমে।
প্রিয় বোন আশা করি তোর এই জন্মদিনটি
আনন্দে ভরপুর থাকুক।
শুভ জন্মদিন
এই বারেতে একটু খানি,
কাটিয়ে ঘুমের রেশ,
চোখটি মেলে চেয়ে দেখো,
আরো একটি বছর শেষ।
শুভ জন্মদিন
“আজকের দিনে মায়ের কোলে
আলো হয়ে তুমি এসেছিলে,
সবার আশা পূর্ণ করে
আনন্দ বুক ভরিয়েছিলে,
এমনি করেই ভুবন ভরে
থাকো তুমি চিরতরে
শুভ জন্মদিন
 |
Happy Birthday Wishes to Sister in Bangla |
“আজকের এই বিশেষ দিনে
হয়ে ওঠো আরো নবীন,
ভালবেসে জানাই তোমায়
শুভ জন্মদিন
শাশ্বত, এই জন্মদিন তোমার
স্বগত হোক বার বার
ধরণীর ম্লান অভ্র কুঞ্জে,
রূপ রঙে করুক আবার
ধুয়ে যাক সব কষ্ট দুঃখ গ্লানি
তোমার হাঁসির ছোয়া লেগে
সুরভিত হোক সকল প্রাণী
শুভ জন্মদিন
Happy Birthday Wishes for Husband-Wife, Boyfriend-Girlfriend in Bengali
জন্মদিনের আবেগি শুভেচ্ছা পাঠানো যায় সঠিক জীবন সঙ্গী দের। এখানে আপনারা পাবেন - গার্লফ্রেন্ডকে জন্মদিনের শুভেচ্ছা মেসেজ, এক্স গার্লফ্রেন্ড কে জন্মদিনের শুভেচ্ছা, এক্স এর জন্মদিনের শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা কবিতা প্রেমিকার জন্য, গার্লফ্রেন্ডের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা, ইত্যাদি।
Birthday Wishes for Husband-Wife
birthday wishes for husband Bangla ও birthday wish for wife in Bangla
কারও প্রিয়দিন Sunday
কারও প্রিয়দিন Monday
আমার প্রিয়দিন তোমার Birthday
শুভ জন্মদিন প্রিয়
আমি আমার জীবনকে ভালবাসি
কারণ এটি তোমাকে দিয়েছি
আমি তোমাকে ভালোবাসি
কারণ তুমিই আমার জীবন
শুভ জন্মদিন প্রিয়
 |
Birthday Wishes for Husband-Wife in Bangla |
আর একটি বছর এসে গেলো
বেড়ে যাবে আর একটা মোমবাতি
কালও ছিলাম আজও আছি
তোমার জন্মদিনের সাথী
শুভ জন্মদিন
Birthday Wishes for Girlfriend and Boyfriend in Bengali
আমাদের ভালোবাসায়
পুরন হোক তোমার
মনের সব আশা
সুখী থাকবে তুমি নিয়ে
আমাদের ভালোবাসা
শুভ জন্মদিন
আজকের এই দিনটির জন্য
একটা বছর ধরে ওয়েট করছি
কারন এই স্পেশিয়াল দিনে
সৃষ্টিকর্তা তোমাকে পৃথিবীতে
স্পেশিয়াল করে আমার
জন্য পাঠিয়েছে
শুভ জন্মদিন
 |
Birthday Wishes for Girlfriend in Bengali |
একসাথে অনেক গুলো বছর
পার করলাম তোমার সাথে।
মান অভিমান ও করেছি অনেক
তবে আমাদের সম্পর্ক আজও
আছে সেই আগের মতোই,
যেমনটা ছিলো আগে।
আজকে তোমার জন্মদিনে
তোমার জন্য অগুন্তি
শুভ কামনা রইলো।
শুভ জন্মদিন
মনে বড়াে কষ্ট নিয়ে
বসে আছি আমি
ভাবছি শুধু তােমার কথা
কোথায় আছাে তুমি
কি করছাে কেমন আছাে
কিছুই জানিনা
তােমার জন্য রইলো
জন্মদিনের শুভেচ্ছা
Funny Birthday Wishes for Best Friend
নরমাল বন্ধুকে নরমালি জন্মদিনের শুভেচ্ছা জানানো টা ঠিক আছে কিন্তু বেস্ট ফ্রেন্ড অথবা ঘনিষ্ঠ বন্ধুদের জন্য জন্মদিনের শুভেচ্ছা গুলি যদি একটু মজার না হয় তাহলে জমে না। তাই আমরা শেয়ার করছি funny birthday wishes for best friend in bengali ও Insulting Birthday Wishes for Best Friend মেসেজ গুলি।
অতীতের ব্যাপারে ভুলে যা, কারণ তুই সেটা পরিবর্তন করতে পারবিনা। ভবিষ্যতের ব্যাপারেও ভুলে যা, কারণ তুই ভবিষৎবাণী করতে জানিস না। আর তোর জন্মদিনের উপহারটার ব্যাপারেও ভুলে যা, কারণ সেটা আমি নিয়ে আসতে ভুলে গেছি।
আরো একবছর বুড়ো হয়ে যাওয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা।
তোর জন্য উপহার কিনতে গিয়েছিলাম, কিন্তু তোর জন্য কি উপহার নিবো তা বুঝতে পারিনি তাই আমি কিছু নিয়ে আসিনি।
শুভ জন্মদিন
 |
Bengali Funny Birthday Wish for Best Friend |
দোয়া করি বন্ধু তুই আরো অনেক বড় হবি। চিন্তা করিস না, তুই যথেষ্ট লম্বা আছিস, তোর মান সম্মান ইজ্জতের দিক দিয়ে বড় হবার দোয়া করলাম। আরো দোয়া করি যেনো তোর তাড়াতাড়ি বিয়ে হয় আর ১০/১৫ টা বাচ্চা কাচ্চা হয়।
শুভ ডাউনলোড দিবস বন্ধু।
“তুমি কি জানো, যে তোমার ভাগ্য অনেক ভালো?
আমার মতো বন্ধু যার আছে, তার ভাগ্য ভালো না হয়ে কি পারে!
আমি তোমার জন্মদিন মনে রেখেছি, সেই জন্য তোমার নিজেকে ভাগ্যবান মনে করা উচিৎ, কারন এই প্রথমবার কোনো বন্ধুর জন্মদিনের তারিখ মনে রাখতে পেরেছি।
Happy Birthday Wishes for Best Friend Bangla
ঘড়ির কাঁটাতে ১২ বাজার
আগেই আমি তোকে
জানিয়ে দি যে,
বয়সটা তো আরো একবছর বেড়ে গেল!
শুভ জন্মদিন
“খুশীর আকাশে পাল
তুলে যেও চিরদিন,
হাঁসি গানে শোধ হয়ে
যাবে যত ঋণ,
আলোর পরশে ভোর
হয়ে এই রাত
কোনদিন ছেড়ে দিওনা
এই বন্ধুত্তের হাত।
শুভ জন্মদিনের অভিনন্দন জানাই এমন এক জনকে
যার জন্মদিনের কথাটা ফেসবুক
রিমাইন্ডার ছাড়াই মনে করতে পারি!
“বন্ধু তোমার মনের আশা পূরন
হোক জন্মদিনে..
অভিনন্দন জানায় তোমায়
এমন খুশির শুভক্ষণে..
ভালোলাগার স্বপ্ন
আসুক তোমার চোখের
মণিকোঠায়..
জীবন তোমার ভরে উঠুক
আনন্দ ভরা উচ্ছলতায়
এই যুগে সত্যিকারের বন্ধু যার আছে সে হচ্ছে সবচাইতে ভাগ্যবানদের মধ্যে একজন। আমি সেই একজন যার আছে এক সত্যিকারের বন্ধু। আজকে আমার সেই বন্ধুর জন্মদিন। দোয়া করি আমার বন্ধু যেনো ১০০ বছরেরও বেশি বাঁচে।
Happy Birthday Status and Captions
সবাইতো ফুল দিয়ে উইশ করবে
আমি না হয় হৃদয় দিয়ে করবো
কেউ মুখে বলবে আবার কেউ গিফট দিবে
আমি না হয় Status দিয়ে বললাম
আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা
পাখিরা সারি সারি গাইছে গান
প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন
ফুলেরা সব ফুটেছে বাগানে
আজ আমার, প্রিয় মানুষের
কামনা করি সমস্যার সব
পাহাড়ের শিখরে চড়ে তুমি
জয়ের নিশান যেন ওড়াতে
পারো চিরকাল
শুভ জন্মদিন
গত বছর ঈশ্বর এই দিনটাতে স্বর্গ থেকে সবচেয়ে মিষ্টি এঞ্জেল-টাকে পাঠিয়েছেন এই পৃথিবীতে। ছোট্ট ছোট্ট পায়ে এগোতে এগোতে সে আজ এক বছর বয়সী হয়ে উঠেছে।
শুভ জন্মদিন প্রিয়
আমার কখনো মনেই হয়নি যে আমার কোনো আপন ভাই নেই। কারন আমরা এমন একটা বন্ধু আছে যে, সে আমার এতোটাই আপন যে তাকে আমি নিজের বন্ধু না, ভাই মনে করি। আজকে আমার সেই ভাইয়ের জন্মদিন। জন্মদিনের অগণিত শুভেচ্ছা রইলো তার জন্য
সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন,
হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা তোমার পূরণ,
বেচে থাক হাজার বছর
আকাশ ভরা সূর্য্য তারা,
জীবন হোক আনন্দে ভরা,
রংধনুর ওই সাতটি রঙে
শ্রেষ্ঠ হও তুমি এই ভুবনে,
পড়ুক এসে আলোর আভাস
প্রাণে লাগুক খুশির বাতাস।
“দিনের পরে রাত যাই, রাতের পরে দিন।
মাসের পরে মাস যাই, তারপর বছর।
একটা বছর যাবার পরে আজকে আসলো আবার তোমার সেই দিন।
এই দিনটি তোমার আসুক ফিরে বারে বারে খুব ভালো ভাবে।
তোমার জন্য প্রার্থনা করি
১২ মাস আনেন্দর,
৫২ সপ্তাহ খুশির,
৩৬৫ দিন সাফল্যের,
৮৭৬০ ঘণ্টা সুস্বাস্থ্য,
আর ৫২৫৬০০ মিনট
সৌভাগ্যের হয়
শুভ জন্মদিনের গান - Happy Birthday Song
দেখে নিন কিভাবে শুভ জন্মদিনের গান mp3 download করবেন, শুভ জন্মদিনের গান ডাউনলোড করতে আপনাকে গুগলে সার্চ করে ডাউনলোড করতে হবে। অথবা আপনি যদি অনলাইনে শুনতে বা শোনাতে চান তাহলে আমরা আপনাদের জন্য সেরা কিছু বাছাই রা Happy Birthday Song in Bengali দিলাম।