350+ শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা, কবিতা, ছন্দ, ক্যাপশন, স্ট্যাটাস ২০২৩

Bengali Marriage Anniversary Wishes, Status, SMS
Bengali Wedding Anniversary Wishes

বিবাহ বার্ষিকী হল এমন একটি বিশেষ দিন যেই দিনে স্বামী ও স্ত্রী উভয়ে তাদের বিবাহিত হওয়ার বছর গুলি অত্যন্ত খুশির সাথে উদযাপন করেন। সহজ ভাষায় বললে এই দিন টি কে বিবাহিত জীবনের শুভ জন্মদিন বলা যেতে পারে। শুভ বিবাহ বার্ষিকী তে দম্পতি রা দারুণ দারুণ খাবার এর আয়োজন করেন, পরিবার কিংবা বন্ধুবান্ধবদের সাথে মিলে পার্টি করেন এছাড়াও এই দিনে কেউ কেউ তাঁর স্বামী বা স্ত্রী কে দামি দামি রুপো, সোনা কিংবা হিরের গয়না উপহার দেন।

আপনি কি আপনার নিজের বিবাহ বার্ষিকীর পরিকল্পনা করছেন? অথবা যদি আপনার বন্ধু বান্ধবদের কয়েক দিনের মধ্যেই বিবাহ বার্ষিকী থেকে থাকে তাহলে তাদের কে উপহার দেওয়ার পাশাপাশি একটি সুন্দর কবিতা বা ছন্দ বা মেসেজের মাধ্যমে শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানাতে পারেন। এই আর্টিকেলে আমরা খুব সুন্দর সুন্দর বিবাহ বার্ষিকী শুভেচ্ছা মেসেজ নিয়ে এসেছি, তবে তার আগে জেনে নেওয়া যাক শুভ বিবাহ বার্ষিকী কি এবং এর ইতিহাস সম্পর্কে।

আরও পড়ুন 👉 650+ বেস্ট বাংলা ক্যাপশন 

শুভ বিবাহ বার্ষিকীর ইতিহাস:

প্রাচীন কাল থেকেই এই বিবাহ বার্ষিকী উদযাপন করার ঐতিহ্য শুরু হয়। এই সময়কালে স্বামীরা তাঁদের স্ত্রী দের ২৫তম বিবাহ বার্ষিকীতে রুপোর পুষ্পস্তবক উপহার করতেন। ১৯ শতকে ইংরেজি ভাষা বাসী দেশ গুলিতে বিবাহ বার্ষিকী তে উপহার দেওয়ার রীতি আরও জনপ্রিয় হয়ে ওঠে।

বর্তমান সময়ে বিবাহ বার্ষিকী নিয়ে আমাদের দেশে হোক কিংবা পার্শ্ববর্তী যেকোনো দেশ সবাই কিন্তু কমবেশি বিবাহ বার্ষিকী শুভেচ্ছা সহিত উপহার প্রদান করেন। তবে চলুন এবার একে একে দেখে নেওয়া যাক আজকের সমস্ত শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা বার্তা গুলি।

শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা:

  • এই শুভ দিনে তোদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনাকরি সারাটা জীবন এই বন্ধন অটুট থাকুক সুখে সুখে কেটে যাক তোদের আগামী দিন গুলি, মধুময় হোক তোদের সংসার জীবন, এই কামনায় করি  আবারো জানাই বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।
  • আজকের এই বিশেষ দিনে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এই দিনটা বছর বছর ফিরে আসুক আপনাদের জীবনে। অনন্তকাল ভালোবাসার বন্ধন মজবুত হয়ে থাকুক সারা জীবন এই ভাবে। দুইজন একসাথে দুইজনের সুখে-দুঃখে পাশাপাশি থেকে। শুভ বিবাহ বার্ষিকী অনেক অনেক শুভকামনা রইলো Happy Anniversary
শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা
শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা
  • বিবাহ বার্ষিকী অনেক অনেক শুভেচ্ছা, ভালো থেকো সুস্থ থেকো, এই ভাবে এগিয়ে চলো।
  • বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা শুভ কামনা ও আন্তরিক অভিনন্দন জানাই তোমাদের দুজনকেই। খুব খুব ভালো থেকো সবসময় হাসিখুশি আনন্দে থেকো।
  • শুভ বিবাহ বার্ষিকী দিদি-জামাইবাবু, আগামী দিন গুলোও এরকম সুখে কাটাও। ছোট ভাইয়ের শুভেচ্ছা ও আকাশ সমান ভালোবাসা।
  • শুভ বিবাহ বার্ষিকী অনেক অনেক শুভেচ্ছা রইল 🥰 তোমাদের জীবনের প্রতিটা ক্ষণ আনন্দময় হোক এই কামনা করি।
  • শুভ বিবাহ বার্ষিকী মামা মামী, আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ঈশ্বর আপনাদের যুগল জীবন পরিধীকে দীর্ঘায়ু দান করুক, এই শুভ কামনা রইল আজকের এই শুভ দিনে।
  • শুধু দুই যুগ না। জীবনের শেষ অবধি এক সাথে থেকো এই প্রার্থনা। শুভ কামনা আর অভিনন্দন অনেক ভালোবাসা। হাতের উপর হাত রাখা খুব সহজ নয়। দিনশেষে একজন কাঁধে মাথা রাখার বিশ্বস্ত মানুষ থাকলে, জীবনে আর কি চায়? 😌 ‘বন্ধুত্ব, বিশ্বাস, পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্যে সবকিছুই থাকা চাই! যুগল জীবনের ২৩ বসন্ত পেরিয়ে ২৪ বছরে পদার্পণ দুই যুগ কাগজ-বার্ষিকীর সহজ শুভেচ্ছা। তোমরা চিরসবুজ রয়ে গেলে।
বিবাহ বার্ষিকী শুভেচ্ছা
বিবাহ বার্ষিকী শুভেচ্ছা
  • বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা দোয়া ও ভালবাসা রইলো তোমাদের জন্য আপন ভাই-ভাবির মতই খুব যত্নে রাখছো তোমরা আমাকে কিছু ক্ষেত্রে তোমাদের ঋণ কখনো শোধ করতে পারবো না😌
  • নব দম্পতির জন্য শুভকামনা ও অভিনন্দন
  • তোমাদের এই বিশেষ দিনে আমি এই ফুলের গুচ্ছ দিয়ে তোমাদের জন্যে আমার ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছি। শুভ বিবাহবার্ষিকী।
Marriage Anniversary Wishes In Bengali For Friend
Marriage Anniversary Wishes In Bengali For Friend
  • আজ এই শুভদিনে রইল সাথে, গুরুজনদের অনেক আশীর্বাদ, হীরকজয়ন্তী যুগলে পাড়ি দাও একসাথে, থাকুক ভালবাসায় ভরা অগাধ। শুভ বিবাহ বার্ষিকী। 
  • শুভ বিবাহ বার্ষিকী, কামনা করি তোমাদের এই বন্ধন যেন সময়ের শেষ অবধিও একইরকম অবিচ্ছেদ্য থাকে।

মা বাবার বিবাহ বার্ষিকী শুভেচ্ছা:

  • শুভ বিবাহ বার্ষিকী মা-বাবা, দেখতে দেখতে আজ তোমরা সুখে-দুঃখে, বিপদে-আপদে একে অপরের সঙ্গী হয়ে একসাথে ৩০ টা বছর কাটিয়ে দিলে।বাকি জীবন টাও যেন ঠিক এরকম ভাবেই কাটাতে পারো সেই প্রার্থনা করি। তোমার খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো আর সুরক্ষিত থাকো। 
bengali Marriage Anniversary Wishes for Parents
bengali Marriage Anniversary Wishes for Parents
  • শুভ বিবাহ বার্ষিকী, অনেক অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমার প্রাণ পাখি আব্বু আম্মুর জন্য☺️❤️ তোমাদের জীবনে এই দিনটি হাজার বার ফিরে আসুক। তোমাদের একে অপরের সঙ্গে পথ চলা দীর্ঘ দিন হয়ে গেলো। তোমরা একে অপরের পরিপূরক। ঝগড়া, খুনসুটি, ভালোবাসার মধ্যে দিয়ে তোমাদের সম্পর্ক টিকে থাকুক হাজার বছর। দোয়া করি তোমরা যেন এভাবেই সারা জীবন এই বন্ধনে আবদ্ধ থাকো। একে অপরের পাশে থাকতে পারো। এবং মহান আল্লাহ তা'য়ালা যেন পৃথিবীর সমস্ত সুখ তোমাদের দেন☺️ I Love You So Much My Dear Ammu Abbu❤️🥰
  • 💞শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা মা ও বাবা! আমার জীবনে আশ্চর্যজনক বাবা-মা পেয়ে আমি কতটা ধন্য তা বর্ণনা করতে পারবো না। দীর্ঘ ২৫ বছরের যাত্রা হয়েছে তবে অবশ্যই একসাথে অনেক সুখী স্মৃতিতে ভরা। মা-বাবা তোমাদের উভয়কে একটি শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা! আশা করছি তোমরা আরও কয়েক হাজার বছর ধরে আমাকে এইভাবে আশীর্বাদ করতে থাকবে!
  • পৃথিবীর সবচেয়ে রোম্যান্টিক ❤ দম্পতি বিবাহ বার্ষিকীর👫 অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের জীবনের প্রতিটা বার্ষিকী আগের বারের চেয়ে আরও আনন্দময় এবং মধুর হোক। ভগবানের কাছে এইটাই প্রার্থনা করি তোমাদের দুজনের মঙ্গল করুক এবং সর্বদা একসাথে রাখুক 😘 শুভ বিবাহবার্ষিকী মা 👩 বাবা 👴
Marriage Anniversary Wishes for Parents in Bengali
Marriage Anniversary Wishes for Parents in Bengali
  • শুভ ৩৪ তম বিবাহ বার্ষিকী উপলক্ষে মা বাবু তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল এবং আন্তরিক অভিনন্দন রইল তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমরা একে অপরের পরিপূরক হয়ে থাকো ঈশ্বর তোমাদের মঙ্গল করুক তোমাদের ভালো রাখবে এই টুকুই চাওয়া তোমাদের দুজনের জীবন ভালো কাটুক এই শুভকামনা রইল I Love You Mom And Papa ❤️❤️

স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা:

  • শুভ বিবাহ বার্ষিকী বউ ❤️ ধৈর্য, সম্মান, বিশ্বাস, হাসি ঠাট্টা, সূখ-দুঃখ আর মান অভিমান ভাগাভাগি করে পথ চলতে চলতে ১টি বছর অতিক্রম করলাম💓আকাশ ছোয়া আশা কখনই ছিল না। তবে জীবনে যা পেয়েছি সবি ছিলো অন্য সব থেকে অতি উত্তম তার মধ্যে তুমি অন্যতম। আমাদের প্রাপ্তি আর অপ্রাপ্তির পাল্লা হিসাব করলে দেখা যাবে প্রাপ্তির পাল্লাই অনেক বেশি। আমি অনেক সুখী যখন দেখি সুখ দুঃখ হাসি-কান্না মিলে আমাদের দুইজনের মধ্যে পারস্পরিক বোঝাপড়া অনেক মজবুত। আমার উপর আস্থা রাখার জন্য প্রিয় তোমাকে অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক অনেক ভালোবাসা ও অসীম শুভেচ্ছা। শুভ হোক তোমার প্রতিটা দিন শুভ হোক আমাদের আগামীর পথ চলা 💞
  • ধন্যবাদ আমার জীবনের সবচেয়ে গভীর দুঃখগুলো তোমার ভালবাসা দিয়ে ভুলিয়ে দেওয়ার জন্যে। শুভ বিবাহবার্ষিকী প্রিয়তমা বউ ❤️
  • তোমায় পাওয়ার আগে, আমার জীবনটা একটা সাদা পাতার মত ছিল। যেখানে তুমি এসে লিখেছ অনেক খুশীর সময় আর এঁকেছ একরাশ হাসি, এইজন্যেই তো তোমায় আমি এত্ত ভালবাসি। শুভ বিবাহবার্ষিকী বউ।
  • শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা ❤️ শুনেছি বিবাহ নাকি ৭ জন্মের বন্ধন, ৭ জন্ম হোক বা ৭০০ আমার জীবনসঙ্গী হিসেবে তোমাকেই চাই বারেবারে। বিয়ে করে কি পেয়েছি? বিয়ে করে সর্বপ্রথম একটা বউ পেয়েছি! পকেটে একটা মোবাইল থাকার পরও সারাদিনে যখন একটাও কল আসেনা, তখন একটা কল করে 'তুমি এখন কি করো/ কোথায় আছ? বলার মানুষ পেয়েছি। তখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ 'পাবলিক' মনে হয়। একজন কুকার/সেফ/পাঁচক/রাঁধুনি পেয়েছি। একটা ওয়াসিং মেশিন পেয়েছি। শার্ট টা ময়লা হয়েছে বললেই, মেশিন অটো চলে! একটা অটো টেপরেকর্ডার পেয়েছি, মাঝে মাঝে 'কি-বোর্ড' টেপা ছাড়াই বাজতে থাকে! কখনো জোরে 'স্টপ' বললে বন্ধ হয়, কখনো শব্দ পরিবর্তন হয়ে 'বৃষ্টি' চালু হয়! কখনো 'হাইফাইভ' দেখালে অটো বন্ধ হয়ে যায়। বড় বিচিত্র এই রেকর্ডার! সপ্তাহ পাঁচ-সাত দিন পর পর অতি যত্ন সহকারে বাজার-সদায়ের লিস্ট ধরিয়ে দেয়ার জন্য একজন 'কেয়ারটেকার' পেয়েছি!  আমার ঘরে রাত ১১টা সাড়ে ১১টার পর আমাকেই প্রবেশ নিষেধ বলে হুমকি দেয়ার 'দারোয়ান' পেয়েছি! ছোট একটা 'এলার্মক্লক' পেয়েছি! এত এত প্রাপ্তির মাঝে কিছু হারিয়েছিও! প্রথমত, কুমারত্ব হারিয়েছি ! (যদিও কোন মেডিকেল রিপোর্ট নাই) অতপর, মানিব্যাগের একছত্র অধিকার হারিয়েছি। মাঝে মাঝে মোবাইলটাও বেদখল হয়ে যায়! সর্বশেষ সুখে- দুখে একটা কথা বলার সঙ্গী পেয়েছি!
  • শুভ বিবাহ বার্ষিকী জীবন সঙ্গিনী❤️ স্ট্যাটাস দিয়ে ভালবাসা হয়না, প্রকাশ করা যায় না, ভালোবাসা হ্নদয়ের গহীনে থাকে। দেখতে দেখতে কেটে গেল আমাদের বিবাহিত জীবনের ৪ টি বছর, তোমার আমার বিবাহ বার্ষিকীর​ শুভেচ্ছা বার্তা লিখতে বসে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আবার জীবিত হয়ে গেল 💕 যতই মান অভিমান ঝগড়া থাকুক না কেন দিন শেষে কিন্তু তোমাকে ভালোবাসি। শুভ হোক আমাদের আগামীর পথ চলা, এই বন্ধন টিকে থাকুক আমাদের যুগ যুগান্তরে আমাদের জন্য সবাই দোয়া করবেন।
  • "আমরা আমাদের জীবনটা শুরু করেছিলাম অপরিচিত হয়ে, কিন্তু এখন ধীরে ধীরে তুমি আমার জীবনের একটা অংশ হয়ে গেছো। আজ তোমাকে ছাড়া জীবন চলা অসম্ভব যা কখনো ভাবা যায় না। আমরা সারাজীবন এভাবেই হাত ধরে একে অপরের পাশে থাকতে চাই।"আজ সপ্তম তম  বিবাহ বার্ষিকী তে অনেক অনেক শুভেচ্ছা প্রিয়তমা।
  • বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা তোমাকে। আজকের এই দিনটিতে তুমি আমার স্ত্রী রূপে আমার জীবনে প্রবেশ করেছিলে। প্রিয়তমা কয়েক বছর আগের আজকের এই দিনে তুমি আমার জীবনকে তিনগুণ রাঙিয়ে দিয়েছিলে।এই বিবাহ বার্ষিকীতে তোমার সবটুকু অভিযোগ আমার কাছে অনুযোগ হিসেবে পেশ করো। আমি তোমার সব অভিযোগ মাথা পেতে নেব প্রিয়তমা।তোমার যত্ন কেয়ারিং আর ভালোবাসা দিয়ে এতদিন আমাকে আগলে রেখেছো। এভাবেই সারা জীবন আগলে রেখো, শুভ বিবাহ বার্ষিকী।
  • বরাবরের মতো এবার ও ভুলে গিয়েছিলাম আমাদের বিবাহ বার্ষিকীর কথা। কিন্তু সে যে কি করে মনে রাখে এত সব কিছু আমি ভেবেই উঠতে পারি না। আমার জীবনে ওকে যেমন হঠাৎ করে পাওয়া, সেরকম ও সব জিনিস ই আমাকে হঠাৎ করেই সারপ্রাইজ দিয়ে দেয় আমার অজান্তেই।
  • শুভ বিবাহ বার্ষিকী, ভালো মন্দ সব মিলিয়ে দেখতে দেখতে বহু সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সাপ্তাহ, মাস, বছর কেটে যাচ্ছে❤️আরো কয়েকযুগ একসাথে থাকতে চাই❤️

নিজের বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন:

  • শুভ হোক আমাদের আগামী দিনের পথ চলা 💝
  • হাসি ঠাট্টা সুখ-দুঃখ মান অভিমান ভাগাভাগি করে পথ চলতে চলতে একটি বছর অতিক্রম করলাম💝🥰
  • তোমার বিবাহ বার্ষিকী শুভেচ্ছা বার্তা  লিখতে বসে তোমার  সাথে কাটানোর সকল মুহূর্তগুলো মনে পড়ে গেল 💝
  • আরও একটি বছর শুরু করার সাথে সাথে বিবাহ বার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল। আমার আল্লাহর কাছে আজকের দিনে প্রার্থনা করব তিনি আমাদের দাম্পত্য জীবন খুশিতে ভরিয়ে তুলুক। শুভ বিবাহ বার্ষিকী ডিয়ার!
  • শুভ বিবাহ বার্ষিকী প্রিয় ❤️ ধৈর্য, সম্মান, বিশ্বাস, ভালোবাসা, হাসি ঠাট্টা, সূখ-দুঃখ আর মান অভিমান ভাগাভাগি করে পথ চলতে চলতে ২টি বছর অতিক্রম করলাম আজ আমাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী তোমাকে জানাই শুভ বিবাহ বার্ষিকীর অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা প্রিয় 🥀 তোমাকে নিয়ে কখনো কিছু লেখা হয়নি, লিখবোই বা কিভাবে? তোমাকে নিয়ে লিখতে গেলে মনে হয় কি যেন বাদ পড়ে যাবে 💕 আসলে তোমাকে কখনো কিছু লাইনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইনি, শুধু ভগবানের এই প্রার্থনা করি যে, তিনি যেন আমাদের সহায় হোন আর পূরণ করেন আমাদের প্রতিটা স্বপ্ন 🙏🏻 সুন্দর ও প্রাণবন্ত হোক আমাদের আগামীর প্রতিটা সূর্য্যদয় আর চাঁদের আলোয় উদ্ভাসিত হোক আমাদের প্রত্যেকটি মুহূর্ত।
  • আজ আমাদের প্রথম বিবাহ বার্ষিকী। গোধূলি আমার খুব প্রিয়। কারণ তখন সূর্য তার মায়াবী হাসি ছড়িয়ে পৃথিবীকে জানিয়ে দেয় আবার কাল দেখা হবে। তোমাকে এই গোধূলি বেলার শুভেচ্ছা রইল। সাথে লাল গোলাপের সৌরভ ও স্নিগ্ধতা নিও। তোমার জীবন হোক নেক আমল ও সম্মানের। একসাথে পথ চলতে চলতে যদি কখনো ক্লান্ত হয়ে যাও, মনে রেখো তোমার হাতটি আমি শক্ত করে ধরে রেখেছি। হয়ত মৃত্যু ছাড়া আর কিছু আলাদা করতে পারবেনা। ভালোবাসা অবিরাম 😘
  • দেখতে দেখতে দাম্পত্য জীবনের ৫টি বছর কেটে গেল। জীবন চলার পথে শক্তি হলো একজন উত্তম সঙ্গীনী। যার সাথে সারা জীবন পথ চলা যায়। জীবন সঙ্গীনী হিসেবে বেছে নেওয়া মানুষটা আমার সারা জীবনের পথ চলার সাথী। ভালোবাসা, বিশ্বাস ও শ্রদ্ধা দিয়ে দু'জন যেন একসাথে পাশাপাশি চলতে পারি। জীবনের সব বাধা পেরিয়ে সফল হতে পারি।” আমরা যেন এভাবে সারা জীবন একে অপরের পথ চলার সাথী হিসেবে থাকতে পারি। মহান আল্লাহ তায়ালা জান্নাতি পথে হেঁটে বাকি জীবন কাটানোর তাওফিক দান করুন। "অভিযোগ যদি থেকে থাকে মনে করে দিও ক্ষমা এই শুভ দিনে শুভেচ্ছা জানাই তোমায় প্রিয়তমা।" শুভ বিবাহ বার্ষিকী
  • এমনি করেই হাসি মুখে, সুস্থতা আর ভালোবাসা নিয়ে আজীবন বেচে থাকুন আমাদের অভিভাবক হয়ে।বিবাহ বার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।
  • ওই শোন! আজ তোমায় কিছু বলতে চাই আমি 🙂 আমার জীবন এখন তোমার মধ্যেই 😘সীমাবদ্ধ 😘জীবনের চাওয়া পাওয়া সবই তুমি ❤️ তুমি আমার রক্তে মিশে গেছো 😘 আজও তোমার জন্য অনেকটা চিন্তা হয় 😢 কেন জানো? কারণ তোমার সাথে বাস্তবতা আজ আমার স্বপ্ন দেখেও সুন্দর।  মানুষ নিখুত হয় না , আমি পারফেক্ট নাও হতে পারি, আমার অনুভূতিগুলি ও আমার ভালবাসা পারফেক্ট❤️ যে শুধু আমার জন্য অনেকটা ভালবাসি তোমায় mr. প্রিয় ❤️ সুখে-দুখে এভাবেই পাশে থেকো আমিও থাকব কথা দিলাম 😘❤️
  • আমরা যে শুভ যাত্রার শুভ সুচনা শুরু  করেছিলাম জীবন চক্রের বন্ধনে। বছরের স্বরনীয় সৃতিময়দিন গুলি দেখতে দেখতে পেরিয়ে গেলো। আজ আমাদের ৩য় বিবাহ বার্ষিকী। প্রিয় তোমাকে জানাই শুভ বিবাহ বার্ষিকীর অফুরন্ত ভালোবাসা, শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা প্রিয়তমা। সংসারের সুখ দুঃখ আর ব্যাথা বেদনার বৈচিএ্যময় আলপনায় ৩ টি বছর পার করে দিলাম। তোমার আমার ভালোবাসায় লেখা হলো সংসারের সুখ দুঃখের গল্প, কবিতা। শুভ হোক আমাদের প্রতিটি দিন, শুভ হোক আমাদের আগামী পথ চলা।

স্বামীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা:

  • শুভ ৯ বছর বিবাহ বার্ষিকী Bor 🙂 ঝগড়া করতে করতে ৯বছর কাটিয়ে দিলাম😬ভালো থাকো সুস্থ থাকো🙂 আর আমার আবদার গুলো মিটাতে থাকো।
  • আজকের দিনটি অবশ্যই উদযাপন করুন‌ ও উপভোগ করুন কেননা এই সুন্দর দিনটি শুধুমাত্র আপনার জন্য। অনেক ভালোবাসি তোমাকে প্রিয়তম।
  • আজ বিয়ের আরো এক বছর পূর্ণ করলাম যার জন্য তোমাকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। এই দিনটা যেনো আমার জীবনে বার বার ফিরে আসে, এই কামনাই করি।
  • তোমার সাথে ঘর বেধেছি আমি ১০ বছর আগে, আজও তোমায় একলা পেলে প্রেমের জোয়ার জাগে। শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তম।
  • আমার স্বামী আমাকে হাসিয়েছে, আমার চোখের জল মুচেছে, আমাকে সফলতা পেতে দেখেছে, আমাকে ব্যার্থতা দেখেছে, আমার স্বামী আমার কাছে সারাজীবনের বন্ধুত্বের উপহার, আমাদের এই বন্ধন আরো দৃঢ় হোক প্রার্থনা করি। শুভ বিবাহবার্ষিকী প্রিয়
  •  আমার জীবনের সবচেয়ে স্মার্ট জিনিসটি হল তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া। তাই একটি নতুন অধ্যায়ের প্রথম দিন আমার পক্ষ থেকে তোমাকে জানাই শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।
  • সেই দিনটি কি কখনও ভোলার যেদিন আমাদের বিয়ে হয়েছিল? তুমি আমার ভালবাসা হয়ে এলে যেদিন, সেদিন থেকেই খুশির স্রোত বয়েছিল। তোমার ভালবাসা আর ভাবনায় আজ আমরা দুজন সুখী হয়েছি, তোমার হাসিই আজ জীবন আমার, আমার সৌভাগ্য আমি তোমায় পেয়েছি। শুভ বিবাহবার্ষিকী
  • আমি তোমাকে পৃথিবীর যেকোনো কিছু থেকে অনেক বেশি ভালোবাসি এবং আমি তোমাকে আকাশের সবকিছুর চেয়েও ভালোবাসি। শুভ বিবাহ বার্ষিকী।
  • পূর্ণ হল আজ সাতাশ টা বছর, এভাবেই থেকো শতবার ফিরে ফিরে আসুক এই সুখের দিন, আসুক সহস্রবার। শুভ বিবাহ বার্ষিকী। 
  • জীবনের আমায় দেওয়া সবচেয়ে দামী উপহার হল তোমার স্ত্রী হওয়ার সৌভাগ্য পাওয়া। সেই দামী মুহূর্তটার আজ এক বছর সম্পূর্ণ হল যখন আমরা পরস্পরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলাম। শুভ বিবাহবার্ষিকী । 
  • আমার সবটুকু ভালোবাসা তোমার জন্য রইল বিনামূল্যে, তোমাকে জানাই শুভ বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা। শুভ বিবাহ বার্ষিকী।
  • ভাগ্যবান তাদেরকেই বলে যাদের বোঝাপড়া যত্নশীল ও প্রেমময় একজন সঙ্গী রয়েছে। সেই তালিকায় আমার নামটি রাখার জন্য আমি ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার স্বামীকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।
  • আমার জীবনে অনেক না পাওয়া ইচ্ছা থাকতে পারে কিন্তু তারপরেও আমি অনেক খুশি। কেননা তোমাকে পেয়ে আমি আমার জীবনের সেরাটা খুঁজে পেয়েছি। শুভ বিবাহ বার্ষিকী।
  • আমি কোন কিছু মুখ ফুটে বলার আগেই তুমি আমার কথা বুঝে ফেলো। তাহলে অবশ্যই তুমি আমার মনের কথা বোঝো। মনের সাথে মনের মিল না থাকলে কখনোই মনের কথা বোঝা যায় না। এমন মিল যেন আমাদের সারা জীবন থাকবে শুভ বিবাহ বার্ষিকী।
  • আমার মনের সমস্ত অনুভূতি হঠাৎ করে সেদিন তাদের সচেতনতা ফিরে পেয়েছিল । যেদিন আমি তোমাকে আমার করে পেয়েছি সেদিন আমার জীবনের আকাশে শুভ বৃষ্টি হয়েছিল। শুভ বিবাহ বার্ষিকী।
  • আমার মনের সমস্ত অনুভূতি চেতনা ফিরে পেয়েছিল সেদিন , যেদিন আমি তোমাকে আমার মত করে পেয়েছি। তোমাকে আমি এভাবেই সারা জীবন ধরে রাখতে চাই। শুভ বিবাহ বার্ষিকী।
  • ঝগড়া যেমন চলতেছে তেমন করেই চলতে থাকুক। আরো এক বছর ঝগড়ার বয়স বেড়ে গেলো। শুভ বিবাহ বার্ষিকী।
  • আমাদের ভাগ্যটাই শুধুমাত্র পরস্পরের সাথে জুড়ে নেই আমাদের মনটাও কিন্তু একে অপরের সাথে জুড়ে রয়েছে, কেননা আমরা শুধুমাত্র স্বামী-স্ত্রী না আমরা পরষ্পর খুবই ভালো বন্ধু।
  • তোমার হাতে হাত রেখে বহুবছর কাটিয়ে দিয়েছি, আরো চাই এভাবে যেন বহু বছর কাটিয়ে দিতে, শুধু বেঁচে থাকা বছরগুলো নয় , মৃত্যুর পরও আমি চাই তোমার হাতে হাত রেখে চিরজীবন কাটাতে।
  • মি আমার কঠিন সময় সর্বদা আমার পাশে দাঁড়াও । এখন আমার দায়িত্ব হচ্ছে তোমাকে যতটা সম্ভব ভালোবাসা। ভালোবাসি গো বর।
  • জীবন হয়তো আমাকে সুখী করার জন্য অনেক কারণ দিয়েছে কিন্তু আমার সবচেয়ে বেশি আনন্দিত হওয়ার কারণ, জীবন আমাকে তোমার মত ভালো একটি পুরুষ উপহার দিয়েছে। শুভ বিবাহ বার্ষিকী প্রিয় বর।
Marriage Anniversary Wishes For Husband
Marriage Anniversary Wishes For Husband
  • আমি জীবনে হয়তো অনেক কিছু পেয়েছি তবে আমার সেই পাওয়া গুলোর মধ্যে সবচেয়ে দামি তুমি। আমি চাই সারা জীবন তোমার হাত ধরে এইভাবে থাকতে। শুভ বিবাহ বার্ষিকী আমার প্রাণের  রাজকুমার।
  • যদি তুমি আমায় এখনো জিজ্ঞেস কর ‌ আমি এখনো তোমাকে আগের মত ভালবাসি কিনা? আমি বলব হ্যাঁ, যতই সময় এগাক বা বয়স বাড়ুক , আমি শেষ দিন অব্দি তোমাকে প্রথম দিনের মতই ভালোবাসবো। শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তম স্বামী।

বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস ও পিকচার:

  • ২ টি বছরের স্বরনীয় স্মৃতিময় সময় গুলি কোন দিক দিয়ে গড়িয়ে গেল টেরই পেলাম না। আজ আমাদের বিবাহ বার্ষিকী প্রিয়তমা তোমাকে জানাই শুভ বিবাহ বার্ষিকীর অফুরন্ত ভালোবাসা। শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা। প্রিয়তমা আমাদের সংসারের সুখ- দুঃখ, আর ব্যথা-বেদনার বৈচিত্র্যময় আলপনায় ২টি বছর পার করে দিলাম। আগামী দিন গুলো এই ভাবে হাতে হাত রেখে যেনো আমরা পরিবার কে নিয়ে এগিয়ে যেতে পারি এই দোয়া করি মহান আল্লাহর কাছে🤲 শুভ হোক আমাদের প্রতিটা দিন, শুভ হোক আমাদের আগামীর পথচলা, শুভ হোক আমাদের আগামীর মানবিক কর্ম প্রেরনা।
  • সত্যিই  তুমি আমার জীবনের সেরা উপহার 💕 বিশেষ এই দিনে আল্লাহর কাছে দোয়া ও প্রার্থনা রইলো জীবনের শেষ দিন পর্যন্ত যেন তোমার কাধে কাঁধ রেখে, হাতে হাত রেখে থাকতে পারি। তুমিই পাশে থেকেছো সুখে দুঃখে। সত্যি তোমায় নিয়ে লিখলে লেখা শেষ হবে না 🥰এভাবেই পাশে থেকো সব সময় প্রিয়। আজকের এই দিনেই আমরা দুজন একটা পবিত্র ভালবাসার বন্ধনে আবদ্ধ হয়েছিলাম "সংসারের সুখ-দুঃখ সহ আনন্দময়-আল্পনায় দুইটি বছর পাড়ি দিলাম "আমাদের ভালবাসায় লেখা হোক সংসারের সুখ দুঃখের গল্প কবিতা । 🥰
  • হাতে হাত রেখে এই বন্ধন টিকে থাকুক যুগ যুগান্তর 🥀 শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা ❤️প্রিয়তমা বউ❤️ I Love You Koliza 🌹
  • আজকের এই বিশেষ দিনে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এই দিনটা বছর বছর ফিরে আসুক আপনাদের জীবনে। অনন্তকাল ভালোবাসার বন্ধন মজবুত হয়ে থাকুক সারা জীবন এই ভাবে। দুইজন একসাথে দুইজনের সুখে-দুঃখে পাশাপাশি থেকে। শুভ বিবাহ বার্ষিকী।
  • সর্বপ্রথম স্মরণ করছি এত সুন্দর পৃথিবীর সৃষ্টিকর্তাকে আল্লাহ আমাদের একসাথে মিলানোর জন্য! এই দিনে, যে যাত্রা শুরু হয়েছিল তোমার আর আমার আজকে তার ১ টি বছর পূর্ণ  হলো, ১ টি বছর সময় কোন দিক দিয়ে গড়িয়ে গেল টেরই পেলাম না।

বন্ধুর বিবাহ বার্ষিকী শুভেচ্ছা কবিতা:

  • এই শুভেচ্ছা পৃথিবীর সবচেয়ে সুন্দর দম্পতির জন্যে, সর্বদা যেন বসন্ত বিরাজ করে তোমাদের খুশির অরণ্যে। সারাজীবন একসঙ্গে এভাবেই সুখে থেকো, তোমাদের ভালবাসা হোক চিরন্তন, তোমাদের দাম্পত্য জীবন অনেক ভালো কাটুক এবং সুখময় হোক এই প্রার্থনা করি ❤️❦~শুভ বিবাহ বার্ষিকী~❦❤️
  • তোমাদের জীবনের এই বিশেষ স্মরণীয় দিনে জানাচ্ছি আমাদের প্রাণঢালা অভিনন্দন আর শুভেচ্ছা। তোমাদের আগামী দিনগুলো নিরবচ্ছিন্ন সুখ, শান্তি আর আনন্দে কাটুক। প্রতিটি দিন বিয়ের দিনের মতো রোমাঞ্চকর হোক। এই মুহূর্তে অন্তরের অন্তস্থল থেকে ভগবানের কাছে এই প্রার্থনা করি।
  • ♥ শুভ বিবাহ বার্ষিকী ♥ প্রিয় বন্ধু আমার! তোদের  বিবাহ বার্ষিকীতে জানাই অন্তর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। তোদের জন্য মন থেকে দোয়া রইলো বন্ধু, সারাজীবন যেনো একসাথে থাকতে পারিস! সুন্দর হোক তোদের আগামীর পথচলা, বন্ধন টিকে থাকুক যুগ থেকে যুগান্তর। সবসময় হাঁসি খুশিতে কাটুক তোদের জীবন, অনেক সুন্দর ও সুখময় হোক তোর ও ভাবির  প্রত্যেকটি দিন। ভালোবাসার পরিপূর্ণতায় পূর্ণ থাকুক তোদের সাংসারিক জীবন।।

স্বামী-স্ত্রীর বিবাহ বার্ষিকী শুভেচ্ছা:

  • বিশেষ এই দিনে সৃষ্টিকর্তার কাছে দোয়া ও প্রার্থনা রইলো মরন পর্যন্ত যেন তোমার কাধে কাঁধ রেখে, হাতে হাত রেখে থাকতে পারি।
  • যেমনভাবে আমরা একসাথে সব সমস্যার সমাধান করতে করতে আমরা এগিয়ে চলছি তেমনভাবেই যেন চিরটাকাল যেন আমরা এভাবেই এগিয়ে চলি... শুভ বিবাহবার্ষিকী
  • আমার জীবনের সবচেয়ে স্মার্ট কাজটি হলো তোমাকে জীবন সঙ্গিনী হিসেবে বেঁছে নেওয়া।
  • যখন আমি তোমাকে প্রস্তাব দিয়েছিলাম, আমি তোমাকে একটি আংটি দিয়েছিলাম। যখন তুমি 'হ্যাঁ' বলেছিলে, তুমি আমার জীবনকে ডানা দিয়েছিলে। শুভ প্রথম বার্ষিকী!
  • আমার জীবন সঙ্গিনী হিসেবে তোমাকে পেয়ে নিজেকে ধন্য মনে হয়। আরও অনেক দিন একসাথে বাঁচতে চাই। ভালোবাসতে চাই, ভালোবাসা পেতে চাই।
  • নতুন অধ্যায়ের প্রথম দিনে তোমাকে শুভেচ্ছা জানাই
  • আমার জীবন সঙ্গিনী হিসেবে তোমাকে পেয়ে নিজেকে ধন্য মনে হয়। আরও অনেক দিন একসাথে বাঁচতে চাই। ভালোবাসতে চাই, ভালোবাসা পেতে চাই।
  • তুমি এখনও আমার কাছে সবচেয়ে প্রিয় মুখ।
  • এটি একসাথে জীবনের স্বপ্ন দিয়ে শুরু হয়েছিল – এবং স্বপ্নটি আরও ভাল হতে থাকে (একটি মাঝে মাঝে দুঃস্বপ্ন সত্ত্বেও)। শুভ বার্ষিকী! 
  • একজন সুন্দরী মহিলার জন্য একটি সুন্দর গোলাপ যে আমাকে একটি সুন্দর জীবন দিয়েছে। শুভ বার্ষিকী 
  • অচেনা ভাবে আমরা শুরু করেছিলাম আমাদের জীবন, কিন্তু এখন তুমি ধীরে ধীরে হয়ে উঠেছ আমার জীবনের অংশ। আজ তোমায় ছাড়া জীবনের পথ চলা অসম্ভব…সারাজীবন এভাবেই আমার হাতটা ধরে থেকো।
  • আজ থেকে ৮ বছর আগে, আপনি আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানিয়েছেন। এবং আমি এখনও মনে করি যে আমি সবচেয়ে ভাগ্যবান।
  • প্রতিদিন আমি এখনও আপনার সম্পর্কে নতুন জিনিস আবিষ্কার করছি ভালোবাসি।
  • টি একটি কঠিন বছর হয়েছে, কিন্তু আমাদের ভালবাসা আরও কঠিন। এটা সব মাধ্যমে এত শক্তিশালী থাকার জন্য ধন্যবাদ। এখানে আমাদের জন্য। এবং সামনের একটি উজ্জ্বল বছরের জন্য।
  • ভালোবাসি যদিও আমার মাঝে মাঝে এটি দেখানোর একটি মজার উপায় আছে।
  • আমার বেটার-ইন-এভরি-ওয়ে হাফকে শুভ বার্ষিকী। সিরিয়াসলি, আপনি আশ্চর্যজনক।
  • তুমি আমার হৃদয়ের মালিক হয়ে গেছ, সেদিন যেদিন আমরা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, মহান আল্লাহকে সাক্ষী রেখে এক অপরকে গ্রহণ করেছিলাম।
  • আজকের এই দিনের জন্য আমি সৃষ্টিকর্তা মহান রবের কাছে কৃতজ্ঞ, অনেক দূর পারি দিতে চাই তোমাকে সাথে নিয়ে প্রিয়।
  • আমার জীবনে আসার জন্য এবং আমাকে আরও ভাল ব্যক্তি করার জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে ছাড়া আমি ভাবতে পারি না।
  • আমার ভালোবাসার সঙ্গীকে বিবাহ বার্ষিকীর শুভ কামনা জানাই। আমি প্রমিস করছি বাকিদিনগুলো তোমার বিপদে আপদে এইভাবে পাশে থাকব। আই লাভ ইউ মাই লাভ।
  • প্রতিটি মুহূর্ত আমাকে স্পেশাল অনুভব করানোর জন্য ধন্যবাদ। সারাজীবন এইভাবে আমার পাশে থেকো।
  • আমি যখন আপনার দিকে তাকাই তখন আমি এই পৃথিবীর সমস্ত নেতিবাচকতা ভুলে যাই। আপনার হাসি আমাকে বার বার আপনার প্রেমে পড়তে বাধ্য করে।
  • প্রতিটি মুহূর্ত আমাকে স্পেশাল অনুভব করানোর জন্য ধন্যবাদ। সারাজীবন এইভাবে আমার পাশে থেকো
  • পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যময় সম্পর্ক হলো স্বামী স্ত্রীর। সৃষ্টি কর্তা কত সুন্দর করে তৈরী করেছেন এই সম্পর্ক। আজকের এই সুন্দর মুহূর্তে তোমাকে বিবাহ বার্ষিকীর অজস্র ভালবাসা ও শুভকামনা জানাই
  • এক বছর কেটে গেছে, কিন্তু আমি আমার জীবনের সেই মুহূর্তটি কখনই ভুলব না যখন আপনি হ্যাঁ বলেছিলেন। আমি খুব খুশি আমার প্রিয়তম কারণ আপনি আমার জীবন সম্পূর্ণ করেছেন!
  • আমরা সবসময় একমত কিনা তা কোন ব্যাপার না। কি ব্যাপার আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো।
  • আমার পার্শ্বকিককে শুভ বার্ষিকী, আমার কফিতে চিনি, আমার দুর্বলতার শক্তি, আমার সেরা বন্ধু, আমার স্ত্রী! ”
  • একজন নারী পারে তার পরিবার কে আগলে রাখতে।
  • তুমি আমার স্বপ্নের নারী। শুভ বার্ষিকী আমার স্ত্রী! 
  • তোমার হাতে হাত রেখে বহু বছর কাটিয়েছি। আমি চাই আর বহু বছর তোমার হাতে হাত রেখে বাঁচতে।

বড় ভাইয়ের বিবাহ বার্ষিকী নিয়ে শুভেচ্ছা স্ট্যাটাস:

  • ভাই আমার তোমার বিবাহ বার্ষীকিতে থাকতে পারলাম না, তোমার দাম্পত্য জীবন সুখে ভরে যাক এই কামনা করি।
  • আমি আশা করি আপনাদের দুজনের ভালোবাসা প্রতিদিন আরও বেশি শক্তিশালী হোক। সফল হোক আপনাদের বিবাহ বার্ষিকী।
  • আপনাদের জুটি দেখে মুগ্ধ। প্রার্থনা করি তোমরা এভাবেই যেন একে অপরের সঙ্গে মিলে থাকতে পারো।
  • বিবাহ হুইস্কির এক ব্যয়বহুল বোতলের মতো; বয়সের সাথে এটি আরও উন্নত মানের হয় তবে কিছু লোক কেবল ভদকা-ই পছন্দ করে।
  • চাঁদের হাট হয়ে উঠুক আমার প্রিয় ভাই-ভাবির/ দাদা বউদির সংসার।
  • হ্যাপি ম্যারেজ ডে। তোদের দেখে সত্যিই অনেক ভালো লাগে। সুন্দর ও পবিত্র এই সম্পর্ক আরও বেশি মধুর হোক প্রার্থনা করি।
  • জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করো ভাই । তোমাদের দাম্পত্য জীবন অনেক সুখী হোক।
  • ঈশ্বরের মঙ্গল ও আশীর্বাদ আপনার নতুন জীবনে আপনাকে সহগামী করুক, ভাই! বিবাহ বার্ষিকীর অভিনন্দন ও অনেক শুভেচ্ছা!
  • তোমাদের একে অপরের মাঝে যে মিল তা মনে হয় পৃথিবীর আর অন্য কোথাও নেই।
  • নতুন বর ও কনেকে শুভকামনা। আপনাদের ভবিষ্যত অগণিত দোয়ায় পরিপূর্ণ হোক।
  • আপনাদের পবিত্র বন্ধন চিরকাল অটুট থাকুক। সুখী হও, অনেক অনেক শুভ কামনা। বিবাহ বার্ষিকীর অভিনন্দন ও শুভেচ্ছা!
  • পুরো পৃথিবীতে তোমরা দুজন আমার সবচেয়ে প্রিয় মানুষ। দোয়া করি তোমাদের জন্য।
  • আমি তোমাদের ভালোবাসা দেখে মুগ্ধ। তোমাদের ভালোবাসা এভাবেই যেন মজবুত থাকে।
  • ভাইয়া-ভাবি তোমাদের বিবাহ বার্ষিকীতে অনেক অনেক দোয়া রইলো। তোমাদের জীবন আরও মধুরময় ও সুখময় হোক।

ইসলামিক বিবাহ বার্ষিকী শুভেচ্ছা:

  • মহানবী হজরত মোহাম্মদ বলেন যে, ‘বিয়ে হল তার সুন্নাহ। যে ব্যক্তি বিশেষ তার সুন্নাহ থেকে বঞ্চিত হবে সে ”ব্যক্তি তার দলভুক্ত নয়।
  • আপনার বিবাহের উপর আলোকিত করার জন্য আল্লাহর পবিত্র আশীর্বাদ কামনা করছি! শুভ বিবাহ বার্ষিকী!
  • সবসময় মনে রাখবেন সুখে একসাথে থাকা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের নেয়ামত। তাই সারাজীবন একসাথে থাকতে হলে আল্লাহর কাছে দোয়া করুন। শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা রইল!
  • শুভ নিকাহ বার্ষিকী! আমরা শুধু এই দুনিয়াতেই নয়, জান্নাতেও যেন একসাথে থাকি।
  • আমি তোমাকে তোমার ইমানের জন্য ভালবাসি। তুমি আমার দুনিয়া ও আখিরাতের রাণী। শুভ বিবাহ বার্ষিকী।
  • আমার প্রিয় জামাই কে শুভ বিবাহ বার্ষিকী। আল্লাহ আমাদের হৃদয় ও জীবনকে সকল নেক আমল দিয়ে পূর্ণ করুন এবং আমাদেরকে পাপ থেকে রক্ষা করুন।
  • আমাদের একত্রিত করে এই চিরন্তন বন্ধনে আবদ্ধ করার জন্য আমি প্রতিদিন আল্লাহর কাছে কৃতজ্ঞ! সুখ যেন কখনো আমাদের ছেড়ে কখনো না যায়। শুভ বিবাহ বার্ষিকী, বউ। 
  • একটি হাদিসে এমনও আছে যে, স্বামী হচ্ছে স্ত্রীর জান্নাতের চাবিকাঠি। শুভ নিকাহ বার্ষিকী!
  • শুভ বিবাহ বার্ষিকী! আল্লাহ আপনাদের একে অপরের চির সঙ্গী করুন!
  • আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি আপনাকে আমাকে দিয়েছেন এবং আমি আপনাকে চিরকাল আমার করে রাখব। শুভ বিবাহ বার্ষিকী জান! ❤️
  • আজ দেখলাম সব বদলে যাচ্ছে। কিছুই বুঝতে পারছে না। মনে হয় কোমল বাতাস, পাখির মিষ্টি শব্দ, ফুলের সুবাস সব কিছু ঘোষণা করছে। হ্যাঁ, এটা আপনার নিকাহ বার্ষিকী মোবারক!
  • আল্লাহ সবচেয়ে প্রেমময় এবং তিনি তোমাদের উভয়কে জান্নাতের পথে পরিচালিত করুন এবং চিরকাল একসাথে রাখুন। 
  • মাশাআল্লাহ, এত বছর পরেও তোমরা একে অপরের প্রেমে পাগল। আল্লাহ তালাহ আপনাকে হেদায়েত দান করুন, আপনাকে সঠিক পথে রাখুন যা জান্নাতের দিকে নিয়ে যায় এবং এই যাত্রাকে আনন্দময় ও আনন্দে পরিপূর্ণ করে তুলুন। শুভ নিকাহ বার্ষিকী!  বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা
  • আলহামদুলিল্লাহ, আপনার সাথে আরও একটি বছর কাটল প্রিয়। আল্লাহ আমাদের চিরকাল একসাথে রাখবেন ইনশাআল্লাহ।
  • হে আল্লাহ! সবচেয়ে সুন্দর দম্পতিকে শান্তিতে রাখুন। তুমি দয়াময়! তাদের হৃদয়ে দয়া করুন! নিকাহ বার্ষিকী মোবারক আপনাদের উভয়কে!
  • শুভ বার্ষিকী, স্ত্রী! আল্লাহ সর্বদা আমাদের আন্তরিক প্রার্থনা মঞ্জুর করুন এবং আমাদের আশীর্বাদ করুন!
  • একটি বিবাহ তখনি সফল হয় যখন আপনি আপনার প্রিয় স্ত্রী/স্বামীর পাশে প্রতিটি পরিস্থিতিতে থাকতে পারেন। যদি আপনি এটি করতে পারেন তার মানে আল্লাহ সবসময় আপনার সাথে আছে। শুভ বার্ষিকী প্রিয়!
  • প্রিয়, আমি আপনার বার্ষিকী সম্পর্কে জানতে পেরে খুব আনন্দিত! এবং অধীর আগ্রহে একটি বার্ষিকী পার্টি জন্য অপেক্ষা! যাইহোক, আল্লাহ আপনার মঙ্গল করুন! আপনার সুখী জীবনের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। বার্ষিকী মোবারক!
  • হে আল্লাহ! তুমি সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা। তাদেরকে দুনিয়া ও জান্নাতে ভালবাসা, বিশ্বাস ও সুখ দিন! পরিবারে শান্তি ও ভালোবাসার জন্য দোয়া!
  • বিবাহিত জীবন অনেক চ্যালেঞ্জ এবং দায়িত্ব নিয়ে আসে, আমি জানি আপনি একজন বিস্ময়কর ব্যক্তি যিনি তাদের গ্রহণ করতে প্রস্তুত, আল্লাহ আপনাদের উভয়কে আশীর্বাদ করুন।
  • আপনার ভালবাসা এই পৃথিবীকে অতিক্রম করে জান্নাতের বাগানে পৌঁছুক! শুভ বার্ষিকী!
  • আল্লাহ আপনার বিয়েকে কবুল করুন এবং আপনাকে বিশ্বের সবচেয়ে সুন্দর এবং সুখী দম্পতি করুন, আপনাকে নিকাহ মোবারক। 
  • নিকাহ মোবারক তোমাকে প্রিয়, তোমার বন্ধু এবং পরিবারের সাথে অনেক আনন্দ এবং আনন্দের সাথে একটি সুন্দর দিন কাটুক।
  • আজ আপনাদের বার্ষিকী কিন্তু মনে হচ্ছে গতকাল আপনাদের বিবাহের দিন ছিল! সময় এত দ্রুত চলে যায়। এখনকার মতো সবসময় এক সাথে এক হয়েই থাকুন। আল্লাহ তোমাকে রহমত করুক! উভয় কে আমার তরফ থেকে শুভ বার্ষিকীর শুভেচ্ছা ও শুভকামনা রইল।
  • আল্লাহর রহমতে আমরা আরেকটি মাইলফলক ছুঁলাম। শুভ বিবাহ বার্ষিকী, ভালবাসা!
  • প্রিয় বন্ধু তোমাকে শাদী মোবারক। আমরা যেমন চেয়েছিলাম, আপনারা এখন একসাথে আছেন এবং আমরা আপনার জন্য খুব খুশি। 
  • প্রিয়, আল্লাহ আমাকে সবচেয়ে বিস্ময়কর, চিন্তাশীল এবং ধার্মিক স্বামী দিয়েছেন, এবং আমি প্রতিদিন তার জন্য আপনার কাছে কৃতজ্ঞ! শুভ বিবাহ বার্ষিকী!
  • শুভ বিবাহ বার্ষিকী, মা-বাবা। আল্লাহর রহমতে, আপনারা নিজেদের মধ্যে ভালবাসা ভাগ করে নিয়ে আনন্দের সাথে আরও ১টি বছর একসাথে কাটিয়েছেন। আল্লাহ আপনাকে আশীর্বাদ করুন এবং আপনাদের বন্ধনকে আরও দৃঢ় ও শক্তিশালী করুন।
  • আমার প্রিয় বন্ধু তোমাকে নিকাহ মোবারক, আল্লাহ তোমাকে তোমার দাম্পত্য জীবনে সফলতা পেতে সাহায্য করুক। 
  • আল্লাহ আপনাকে জীবনে অনেক সুখ এবং আনন্দ দান করুন, আপনাকে নিকাহ মোবারক।
  • আমি আমার মেয়ের জন্য খুব খুশি কারণ আজ সে আল্লাহকে ভয় করে এমন একজন বাধ্য মুসলমানের সাথে বিয়ে করছে! শুভ বিবাহ, প্রিয়।

শুভ বিবাহ বার্ষিকী কবিতা ছন্দ:

বিবাহ বার্ষিকী কবিতা ১

প্রতি বছর এই দিনটিতে
আমি ভীষণ পুলকিত হই
আমাদের বিশুদ্ধ ভালোবাসায়।
আনন্দ এবং বেদনার স্মৃতিগুলো,
আমাদের ভালোবাসাকে অনুরক্ত ও সমৃদ্ধ করেছে।
আমার জীবনে এই দিনটি অতি মূল্যবান
যা আমি গভীরভাবে মূল্যায়ন করি, শুধু তোমারই জন্য।
প্রিয়তমা,
ভালোবাসি তোমাকে ভীষণভাবে
তুমি পাশে থাকলে,
সব অভিজ্ঞতাই আমার জন্য সুন্দর।
বারে বারে ফিরে আসুক সুন্দর এই দিনটি,
শুভ হোক আমাদের বিবাহ বার্ষিকী।

বিবাহ বার্ষিকী কবিতা ২

আজকের এই শুভ দিনে, গুরুজনদের দোয়া রইল সাথে।
সারা জীবন পাড়ি দাও, দুজনে মিলে একসাথে।
শুভ বিবাহ বার্ষিকী

বিবাহ বার্ষিকী কবিতা ৩
দুঃখ আছে সুখ আছে, আছে মিষ্টি জ্বালা
এই দিনে সব পেয়েছি, পড়াই যখন বিয়ের মালা।

বিবাহ বার্ষিকী কবিতা ৪

অভিযোগ যদি থাকে তোমার মনে করে দিও আমায় ক্ষমা
এই শুভদিনে তোমায় আমি জানাই শুভেচ্ছা প্রিয়তমা।

বিবাহ বার্ষিকী কবিতা ৫
তুমি আমার প্রথম পুরুষ প্রথম ভালো লাগা
তোমার ঘর ফেরার আশায় এখনো রাত জাগা।

শুভ বিবাহ বার্ষিকী উক্তি:

আপনি যদি একশো বছর বাঁচেন তবে আমি তার থেকে একদিন বিয়োগ করে বেঁচে থাকতে চাই। তাহলে তুমি ছাড়া আমাকে আর বাঁচতে হবে না।- A. A. Milne
আমি যদি ভালবাসা জেনে থাকি তবে এটি শুধুমাত্র আপনার কারণে – হারমান হেসি
সত্যিকারের প্রেমের গল্পগুলির শেষ নেই  – রিচার্ড বাচ
সমস্ত পৃথিবীতে, তোমার মতো আমার জন্য কোনও হৃদয় নেই। সমস্ত পৃথিবীতে আমার মতো তোমার জন্য কোনও ভালবাসা ও নেই। – মায়া অ্যাঞ্জেলু
আমার সাথে বৃদ্ধ হও, সেরাটি এখনও বাকি – রবার্ট ব্রাউনিং

Bengali Marriage Anniversary Wishes Video:


বিবাহ বার্ষিকী সম্পর্কে কিছু জিজ্ঞাস্য প্রশ্নোত্তর (FAQ):

আসুন জেনে নেই বিবাহ বার্ষিকী সম্পর্কে কিছু সচারচর জিজ্ঞাস্য প্রশ্ন ও উত্তর। 

ম্যাসেজগুলি 2nd বা 3rd বিবাহ বার্ষিকী তে পাঠানো যাবে?

শুভেচ্ছা বার্তা গুলিতে কোন বছর উল্লেখ থাকলে সেটির জায়গায় আপনার যত বছরের বার্ষিকী সেটি পরিবর্তন করে পাঠাতে পারবেন।

বিবাহ বার্ষিকীর মেসেজ গুলি হোয়াটসঅ্যাপ এ পাঠানো যাবে?

আপনি যেকোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন।

পরিশেষে:

আশা করি লিরিক্স দাদার এই শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা গুলি আপনাদের সবার ভালো লেগেছে। এই বিবাহ বার্ষিকী শুভেচ্ছা গুলি আপনারা বন্ধু-বান্ধব, বাবা-মা, স্বামী-স্ত্রী কে মেসেজ আকারে পাঠাতে পারেন অথবা ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ও ছবির সঙ্গে ক্যাপশন হিসাবে পোস্ট করতে পারেন। আর্টিকেলটি শেষ অবধি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

আমাদের ওয়েবসাইটের সমস্ত পোস্ট গুলি প্রায়শই আপডেট করা হয়। তাই আমাদের সাথেই থাকবেন আশা রাখি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url