চোখে চোখে Chokhe Chokhe Lyrics - Imran Mahmudul | Puja

Chokhe Chokhe Lyrics by Imran Mahmudul and Puja

Chokhe Chokhe Lyrics in Bengali Sung by Imran Mahmudul and Puja. It stars Imran, Puja, Dighi and Zilani. Chokhe Chokhe Lyrics are written by Pijush Das. Music is composed by Imran Mahmudul.

Chokhe Chokhe Song Details

🎬 Movie / Album New Bangla Song 2023
📌 Song Name Chokhe Chokhe
🎵 গান চোখে চোখে
🎤 Singer(s) Imran Mahmudul and Puja
🎧 Tune / Music Imran Mahmudul
✍️ Lyricist Pijush Das
🏷️ Music Label Central Music and Video [CMV]
🗓️ Release On 2023-11-07

Chokhe Chokhe Music Video

Chokhe Chokhe Lyrics in Bengali - Pijush Das

চলো বসা যাক
দুজনে কোথাও মনের ঘর বানিয়ে
কথা বলা যাক
তুমি আমি এত টা ভেবেছি যা নিয়ে
কথা শোনা যাক
মনে মনে আর কি হবে সব লুকিয়ে
শুধু বলা যাক
কোনো ভুল করিনি তোমায় হৃদয় দিয়ে
জানি তুমি ছাড়া নেই সাহারা আর আমার
হ্যাঁ দিশেহারা হয়ে গেছি তাই আবার
চোখে চোখে রাখবো তোমায় বলো না
মনে মনে আঁকবো তোমায় বলো না
কোনদিন ও ছেড়ে যাবে না
চোখে চোখে থাকবো তোমার যাবো না
মনে মনে থাকবো তোমার শোনো না
কোনদিন ও ছেড়ে যাবে না

হুম চলো না দেখে আসি
যেখানে ভালবাসি
লিখে দিলে মোছে না
সেখানে লিখে আসি
তোমাকে ঘিরে বাঁচি
কাউকে মন খোঁজে না
বলো তুমি ছাড়া কে সাহারা আর আমার
হ্যাঁ দিশেহারা হয়ে খুঁজেছি আবার
চোখে চোখে রাখবো তোমায় বলো না
মনে মনে আঁকবো তোমায় বলো না
কোনদিন ও ছেড়ে যাবে না
চোখে চোখে থাকবো তোমার যাবো না
মনে মনে থাকবো তোমার শোনো না
কোনদিন ও ছেড়ে যাবো না

দুজনে পাশাপাশি এখনো বসে আছি
যেখানে আকাশ নেভে না
গোধূলি খুঁজে পেলে
তোমাকে ছুঁতে গেলে
ফিরিয়ে জানি দেবে না
আমার কথারা খোঁজে তোমাকে আবার
তুমি সাহারা হয়ে থেকে যাও আমার
চোখে চোখে রাখবো তোমায় বলো না
মনে মনে আঁকবো তোমায় বলো না
কোনদিন ও ছেড়ে যাবে না
চোখে চোখে থাকবো তোমার যাবো না
মনে মনে থাকবো তোমার শোনো না
কোনদিন ও ছেড়ে যাবো না
যাবো না
যাবো না

চোখে চোখে লিরিক্স - ইমরান মাহমুদুল ও পূজা

Cholo bosa jak
dujone kothao moner ghor baniye
kotha bola jaak
tumi ami eto ta vebechi ja niye
kotha sona jaak
mone mone aar ki hobe sob lukiye
sudhu bola jaak
kono bhul korini tomay hridoy diye
jani tumi chara nei sahara aar amar
ha dishehara hoye gechi tai abar
Chokhe chokhe rakhbo tomay bolo na
mone mone aakbo tomay bolo na
konodino chere jabe na
chokhe chokhe thakbo tomar jabo na
mone mone thakbo tomar sono na
konodino chere jabo na

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url