Manchu Dada (Nihar Bagchi) Biography in Bengali

Manchu Dada (Nihar Bagchi) Biography in Bengali

Manchu Dada (Nihar Bagchi) Biography, Wiki, Age, Family

নিহার বাগচী নাম টা শুনেছেন নিশ্চই। আর এই নাম টা শুনে না থাকলেও, মাঞ্চু দাদা নাম টা নিশ্চই শুনেছেন। আজ কথা বলবো সেই স্যাটা ভাঙা নায়ক মাঞ্চু দাদা ওরফে নিহার বাগচী কে নিয়ে। বর্তমানে যে ফেসবুক কিংবা ইউটিউবে ভীষণ ভাবে পরিচিত কৌতুক অভিনেতা হিসেবে। বিনোদন মূলক পেজ গুলোর মধ্যে অন্যতম মাঞ্চু দাদার পেজ টি। বর্তমানে যার ফলোয়ার্সের সংখ্যা প্রায় ১০ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। তবে চলার পথ টা এতটাও সহজ ছিল না। এসেছে হাজারো বাধা। সবার মধ্যেই একটা ট্যালেন্ট থাকে শুধু মাত্র এই কথার উপর বিশ্বাস করে নিহার আজ জনপ্রিয় কৌতুক অভিনেতা। 

Manchu Dada Biodata, Personal Information

  • নাম: নিহার বাগচী
  • পরিচিত নাম: মাঞ্চু দাদা
  • জন্ম: ১৯৯৮
  • পেশা: কৌতুক অভিনেতা
  • শখ: নাচ, ফুটবল
  • বয়স (২০২২ অনুযায়ী): ২৩ বছর
  • পিতামাতা: নির্মল বাগচী (বাবা), অর্চনা বাগচী (মা)
  • জম্নস্থান: গুমা, হাবড়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ
  • জাতীয়তা: ভারতীয়
  • ধর্ম: হিন্দু
Manchu Dada Social Media Details
  • ফেসবুক পেজ: @manchudada10
  • ইনস্টাগ্রাম আইডি: @manchu_dada
  • ইউটিউব চ্যানেল: Manchu Dada
  • ইউটিউব (দ্বিতীয় চ্যানেল): Manchu Dada Life Style
  • ই-মেইল: [email protected]

মাঞ্চু দাদার বাড়ি কোথায়?

নিহারের বাড়ি উত্তর ২৪ পরগনার হাবড়ায়। মা, বাবা ও ভাই কে নিয়ে নিহারের পরিবার। বাবা পেশায় দিন মজুর, কাঠমিস্ত্রির কাজ করেন।

মাঞ্চু দাদার পড়াশোনা ও নাচ

অভাবের কারণে ছোট থেকেই পরিশ্রম ও বাস্তবতার সঙ্গে সম্পর্ক হয়। কিন্তু মনে ছিল অদম্য ইচ্ছে। তাই যেকোনো প্রতিকূল অবস্থাতেও হার মানেনি সে। নিজের এলাকা থেকেই কিছুটা দুরে একটা স্কুলে শুরু হয় পড়াশুনো। বিড়া স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চমাধমিক পাশ এবং মধ্যমগ্রাম আচার্য্য প্রফুল্ল চন্দ্র কলেজ থেকে পড়াশোনা সম্পূর্ণ করে মাঞ্চু। কলেজ শেষ করার পরে কিছুদিন বাবার সাথে কাঠমিস্ত্রির কাজ করেন। 

পড়াশুনো, দারিদ্রতা, অভাব অনটন, এইসবের মাঝেও নিহারের একমাত্র ভালো লাগার জায়গা ছিল নাচ। ছোটো থেকেই নাচের প্রতি তার অগাধ ভালোবাসা। একসময় পাড়ার স্টেজে নাচবে বলে স্টেজের পেছনে দাঁড়িয়ে অপেক্ষা করতো, কিন্তু সুযোগ পেতো না।

তাই নাচ নিয়ে অবহেলা বা হেঁয়ালি একেবারেই পছন্দ করেন না তিনি। আর সেই স্টেজের পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটার নাচের ভিডিও আসতেই হাজার হাজার লাইক, শেয়ার, কমেন্টের বন্যা বয়ে যায় এখন। আজ সফলতা এলেও সেই সময় টায় পশে থাকেনি কেউ। বারংবার এসেছে শুধু ব্যার্থতা। আর সেই ব্যার্থতা তা কে কাজে লাগিয়ে নিহার বাগচী হয়ে উঠেছে মাঞ্চু দাদা।

নিহার বাগচী থেকে মাঞ্চুদাদা হওয়ার গল্প
ডান্সের পাশাপাশি ছোটবেলা থেকেই ফুটবলের ছিল ভীষণ ফ্যান। ফুটবল খেলতে বেশ ভালোবাসতো ছেলেটি। আর ভালোবাসতো বাইচুঙ ভুটিয়া কে। আর বাইচুং ভুটিয়া কে ভালোবাসার দরুন তার বন্ধুরা তাকে মাঞ্চু বলে ডাকতে শুরু করে। সেই নাম টা কে ব্যাবহার করে আজ সে সবার প্রিয় মাঞ্চু দাদা।

জীবনের কঠিন সময়

জীবনে একটা সময় ট্রেনে শশা, পেপসি বিক্রি করেছে ছেলেটি। রাতে করেছে ক্যাটারিং। তবুও হাল ছাড়েনি। স্বপ্ন দেখেছে বড়ো হবার। ছেলেটি ধীরে ধীরে যখন জনপ্রিয়তা অর্জন করছে, হটাৎ এলো আবার বাধা। প্রথম পেজ এক লক্ষ ফলোয়ার্স পেরোতে না পেরোতেই হ্যাক হয়ে যায়। তবে শত ঝড় এলেও হার মানেনি সে। আবার নতুন করে শুরু করেছে। তার এই হার না মানার মানসিকতা থেকে আজ সে হয়ে উঠেছে সকলের প্রিয় মাঞ্চু দাদা।

উপসংহার

ভাবতেও অবাক লাগে, শশা পেপসি বিক্রি করা ছেলেটির সঙ্গে সেলফি নেওয়ার জন্য আজ কত মানুষ অপেক্ষা করে। তার অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টা জারি থাকুক। আর এভাবেই সে লক্ষ লক্ষ মানুষ কে আনন্দ দিতে থাকুক।

Manchu Dada aka Nihar Bagchi FAQs

Q. What Is The Real Name of Manchu Dada?
Ans. Nihar Bagchi is the Real Name of Manchu Dada

Q. How Old is Manchu Dada?
Ans. 23 Years Old as of 2022
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url